বছরজুড়ে বাংলাদেশ
২০১৮ সালের শেষ দিন আজ৷ নির্বাচনের কারণে বছরটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য৷ ঘটনা-দুর্ঘটনায় ভরপুর বিদায়ী বছরের এক ঝলক এই ছবিঘরে৷
একাদশ জাতীয় সংসদ নির্বাচন
২০১৮ সালে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন৷ ক্ষমতাসীন আওয়ামী লীগের তত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচনে সব দলই অংশগ্রহণ করেছে৷ ৩৯ দলের ১,৮৪৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন৷ নির্বাচনে ২৬৬ টি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ৷ ২২ আসন পেয়ে দ্বিতীয় সফল দল জাতীয় পার্টি৷
প্রথম স্যাটেলাইট 'বঙ্গবন্ধু-১'
এ বছর ১১ মে কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বণঙ্গবন্ধু-১৷ এর মধ্য দিয়ে ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ৷ এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয়৷
কোটা আন্দোলন
২০১৮ সাল শুরু হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন দিয়ে৷ সরকারি চাকরির ক্ষেত্রে ৫৬ শতাংশ কোটার সংস্কারের দাবিতে সারাদেশে আন্দোলন শুরু হয়৷ এর জের ধরে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা দেন৷ তবে এই ঘোষণা বাস্তবায়নে কোনো প্রজ্ঞাপন এখনো জারি হয়নি৷
নিরাপদ সড়ক চাই আন্দোলন
২০১৮ সালের ২৯ জুলাই বাস চাপায় নিহত সহপাঠী হত্যার বিচার চাইতে ঢাকার রাজপথে বিক্ষোভে অংশ নেয় স্কুল-কলেজের একদল শিক্ষার্থী৷ সেই আন্দোলনে সারাদেশ থেকে যোগ দেয় অসংখ্য স্কুল ও কলেজগামী শিক্ষার্থী৷ ৬ আগস্ট প্রধানমন্ত্রীর ঘোষণা আসার আগ পর্যন্ত ৬ দফা দাবিতে রাজপথ দখল করে রাখে শিক্ষার্থীরা৷ এসময় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণও করেছে আন্দোলনকারীরা৷
কারাগারে খালেদা জিয়া
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ৮ ফেব্রুয়ারি কারাগারে নেওয়া হয়৷ পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের বিশেষ কক্ষে রাখা হয়েছে তাঁকে৷ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ৫ বছরের সাজা দেওয়া হলেও পরে তা বাড়িয়ে ১০ বছর করা হয়৷
২১ আগস্ট গ্রেনেড হামলার রায়
এ বছর ১০ অক্টোবর দেওয়া হয়েছে একুশ আগস্ট গ্রেনেড হামলার রায়৷ ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার দায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেয় আদালত৷ একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও হারিছ চৌধুরিসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়৷ ভয়াবহ সেই হামলায় ২৪ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছিলেন৷
পৌনে এক কিলোমিটার পদ্মা সেতু দৃশ্যমান
২০১৭ সালের শেষ দিকে প্রথম স্প্যান বসলেও এ বছর প্রায় এক কিলোমিটার পদ্মা সেতু দৃ্শ্যমান হয়েছে৷ চলতি বছর সেতুর মোট ৪২টি খুঁটির মধ্যে দুই তীরে ১৬টি করে ৩২টি পাইলের মধ্যে ২০টি সম্পন্ন হয়েছে৷ আর নদীতে ৪০টি খুঁটির ২২টিতে সাতটি করে এবং ১৮টিতে ছয়টি করে মোট ২৬২টি পাইল রয়েছে, এর মধ্যে ১৫০টি বসে গেছে৷
নেপালে বিমান দুর্ঘটনা
গত ১২ মার্চ নেপালের কাঠমাণ্ডুতে ঘটে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা৷ ঢাকা থেকে রওনা হওয়া ইউএস বাংলার একটি বিমান অবতরণের সময় নেপালের ত্রিভূবণ বিমানবন্দরে বিধ্বস্ত হয়৷ এ দুর্ঘটনায় পাইলট ও কো-পাইলটসহ ৫১ জন নিহত হন৷ নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি৷
কওমির স্বীকৃতি
এ বছর শিক্ষা খাতে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর সমমানের স্বীকৃতি দেয়া৷ ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে এ সংক্রান্ত বিল পাস হয়৷ এর আগে গত ১২ এপ্রিল কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
বিশ্ব সুন্দরীর মঞ্চে সাফল্য
মুকুট জিততে না পারলেও বাংলাদেশ ও বিশ্বের মানুষের মন জয় করেছেন বাংলাদেশের মিস ওয়ার্ল্ড জান্নাতুল ফেরদৌস ঐশী৷ প্রথমবারের মতো এবারই কোনো বাংলাদেশি সেরা ৩০ এ ঠাঁই করে নিলেন৷ সেরা ৩০-এ আসার হেড টু হেড চ্যালেঞ্জে তিন বিচারকেরই মন জয় করে নেন ঐশী৷ ৮ ডিসেম্বরের ফাইনাল শেষে দেশে ফিরে তিনি বিনোদন জগতে যুক্ত হওয়ার ঘোষণা দেন৷
বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রুমানা আহমেদ
বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন রুমানা আহমেদ৷ এ বছর মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট রুমানার৷ ২৪ ম্যাচে ৩০ উইকেট শিকারের পুরস্কার হিসেবে তিনি জায়গা পেয়েছেন বছরের সেরা দলে৷
নারী ফুটবলারদের সাফল্য
এ বছর বয়সভিত্তিক পর্যায়ে নারী ফুটবল দলের সাফল্য ছিল চোখে পড়ার মতো৷ প্রথমবারের মতো আয়োজিত অনূর্ধ্ব ১৮ সাফ জেতে বাংলাদেশের নারী ফুটবল দল৷ তার আগে এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে হয় অপরাজিত চ্যাম্পিয়ন৷
ক্রিকেটে নাঈমের বিশ্বরেকর্ড
বছর জুড়ে ক্রিকেটের নানা সাফল্য থাকলেও বছর শেষে মাত করেছেন বাংলাদেশের তরুণ স্পিনার নাঈম হাসান৷ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে অভিষেকেই পাঁচ উইকেট নিয়েছেন৷ ১৭ বছর বয়সে তিনি এই মাইলফলক অর্জনের মাধ্যমে গড়েছেন বিশ্বরেকর্ড৷
বিনোদন জগতে যাদের হারিয়েছি
এ বছর হারানোর তালিকা বেশ দীর্ঘ৷ বিনোদন জগতের যাঁদের মৃ্ত্যু কাঁদিয়েছে মানুষকে, তাঁদের মধ্যে অন্যতম সংগীতশিল্পী আইয়ূব বাচ্চু, লাকি আখন্দ, অভিনেতা আমজাদ হোসেন, আলোকচিত্রী আনোয়ার হোসেন, অভিনেতা ও নির্মাতা সাইদুল আনাম টুটুল, গায়িকা শাম্মী আক্তার, সংগীত পরিচালক আলী আকবর রুপু, কণ্ঠশিল্পী সাবা তানি, অভিনেত্রী রানী সরকার ও তাজিন আহমেদ৷
চার নারী মুক্তিযোদ্ধার বিদায়
এ বছর বিদায় নিলেন চার নারী মুক্তিযোদ্ধা৷ গত ৬ মার্চ প্রখ্যাত ভাস্কর ও মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী মারা যান৷ মার্চের ২২ তারিখ চলে যান বীরপ্রতীক কাঁকন বিবি৷ একাত্তরের বীর মাতা রমা চৌধুরীকে বাংলাদেশ হারায় গত ৯ সেপ্টেম্বর৷ বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে চিরবিদায় নেন একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বীরপ্রতীক তারামন বিবি৷
আরো গুণিজন হারানোর বছর
এ বছর সবাইকে কাঁদিয়ে চলে যান সাংবাদিক গোলাম সারোয়ার৷ আরো হারিয়েছি কথাসাহিত্যিক শওকত আলী, কবি বেলাল চৌধুরী, মোস্তফা নূরউল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী, কল্পরঞ্জন চাকমা, সিপিবি নেতা মোহাম্মদ নবী, রংপুরের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু, বিএনপি নেতা এম শামসুল ইসলাম এবং বিএনপি নেতা তরিকুল ইসলামকে৷