বঙ্গবন্ধুর পলাতক খুনি মাজেদ গ্রেপ্তার
৭ এপ্রিল ২০২০বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ আদালত তোলার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
এর আগে মঙ্গলবার ভোর তিনটার দিকে তাকে ঢাকার মিরপুরের সাড়ে ১১ থেকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট৷ ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোরকে এই তথ্য জানিয়েছেন৷
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হলে বিচারক এ এম জুলফিকার হায়াত মাজেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন৷ বুলেট প্রুফ পোশাক ও মাথায় হেলমেট পরিয়ে তাকে আদালতে হাজির করা হয়৷ তার পক্ষে কোন আইনজীবী দাঁড়াননি বলে জানা গেছে৷
বঙ্গবন্ধুর দণ্ডপ্রাপ্ত খুনিদের ছয় জন পলাতক ছিলেন৷ এর মধ্যে আবদুল মাজেদ ভারতে আছেন বলে সংবাদ প্রকাশ হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে৷ এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘‘আমরা তাকে বাংলাদেশেই পেয়েছি৷ হয়ত করোনার ভয়ে চলে এসেছে৷’’
বঙ্গবন্ধু হত্যা মামলায় ১২ আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয় ২০০৯ সালে৷ এর মধ্যে সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ খান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ ও মুহিউদ্দিন আহমেদের ফাঁসি ২০১০ সালের ২৭ জানুয়ারিতে কার্যকর হয়৷ বাকি সাত জনের মধ্যে ২০০২ সালে জিম্বাবোয়েতে পলাতক অবস্থায় মারা যান আসামি আজিজ পাশা৷
এখন পলাতক রয়েছেন খন্দকার আবদুর রশীদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, এ এম রাশেদ চৌধুরী ও মোসলেম উদ্দিন৷
এডিকে/এফএস (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
২০১৭ সালের আগস্টের ছবিঘরটি দেখুন...