বখাটের উৎপাতে আবার এক ছাত্রীর আত্মহত্যা
১০ এপ্রিল ২০১০বিডিনিউজের খবর অনুযায়ী বখাটেদের উৎপাতের জন্য আবার এক কিশোরীকে প্রাণ দিতে হয়েছে৷ গাইবান্ধার এক মাদ্রাসার ছাত্রী নুরিনা আক্তার মাত্র ১৪ বছর বয়সে নিজের ওড়নার ফাঁস গলায় দিয়ে আত্মহত্যা করেছে৷ ঘটনাটি ঘটে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নিশ্চিতপুর গ্রামে৷ নুরিনা পাশের পলাশবাড়ি উপজেলার একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল৷ বহুদিন ধরে তাদের গ্রামের এক বখাটে ছেলে নুরিনাকে নানাভাবে উত্যক্ত করে আসছিল৷ মাদ্রাসায় যাওয়া-আসার পথে নুরিনাকে প্রেম নিবেদন করত সে৷ নুরিনা ব্যাপারটি তার বাবাকেও জানিয়েছিল৷ এমনকি নুরিনার বাবা ছেলেটির বাবা ও বড়ভাইকে তা' জানান৷ কিছুতেই কোনো লাভ হয়নি৷ বৃহস্পতিবার ছেলেটি নুরিনাদের বাড়িতে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং নুরিনা রাজি না হলে তাকে গালিগালাজ করে এবং মেরে ফেলার হুমকি দেয়৷ নুরিনা তার পরদিন দুপুর দু'টো নাগাদ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে৷ - বিডিনিউজ স্মরণ করিয়ে দিচ্ছে যে, গত সপ্তাহেও রাজধানীর খিলগাঁও এলাকায় অষ্টম শ্রেণীর ছাত্রী উম্মে কুলসুম ইলোরা বখাটেদের উৎপাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করে৷ তার দু'দিন পরে কিশোরগঞ্জে দশম শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তার পিংকি'কে দৃশ্যত এক বখাটে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়, ফলে পিংকি'র মৃত্যু ঘটে৷
হকারদেরই ফুটপাত বরাদ্দ
শেষমেষ হকারদেরই ফুটপাত বরাদ্দ দিল ঢাকা সিটি করপোরেশন৷ তা'ও আবার কাগজে-কলমে, জানাচ্ছে দৈনিক প্রথম আলো৷ এই অনুমোদনের ফলে তারা এখন ফুটপাত দখল করেই ব্যবসা করতে পারবে, এমনকি অস্থায়ী দোকানও বানাতে পারবে৷ নিউমার্কেট এবং গাউছিয়া এলাকায় মোট ৩,৭০০ বর্গফুট ফুটপাত বরাদ্দ দিয়েছে ডিসিসি৷ প্রতি বর্গফুট ফুটপাতের জন্য প্রদেয় হল ১০ টাকা৷ অর্থাৎ ফুটপাত বরাদ্দ থেকে ডিসিসি'র মোট আমদানি ৩৭,০০০ টাকা৷ তবে গোপনে নাকি কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে, বলে জানিয়েছে পুলিশ এবং হকার মহল৷ অনুমোদনের প্রক্রিয়াও শেষ করা হয় অতি গোপনে৷ মেয়র স্বয়ং অনুমোদন দিয়েছিলেন কিনা, তা নিয়েও দ্বিবিধ ভাষ্য আছে৷
তীর ভাঙা ঢেউ
ডেইলি স্টার-এর একটি প্রতিবেদন অনুযায়ী মর্ফোলজিস্টরা বলছেন যে, এ'বছর যমুনা এবং পদ্মা নদীর ৩৮টি পয়েন্টে ইরোজন অর্থাৎ পাড় ভাঙা, মাটিক্ষয় ইত্যাদির ফলে অন্তত ১৬,৬৫০ জন মানুষ বাস্তুচ্যুত হবে৷ নদীর এই গ্রাস চলবে মোট ১৪৫ কিলোমিটার তীরভূমি ধরে৷ যমুনা, গঙ্গা এবং পদ্মা নদীর স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে নাকি এই তথ্য পাওয়া গিয়েছে৷ পদ্মার চেয়ে যমুনা প্রায় দ্বিগুণ মানুষকে বাস্তুচ্যুত করবে৷ পাড় ভাঙার ফলে বিপন্ন হবে মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠান, দু'টি হাট, সাতটি সরকারি দপ্তর, একটি বেসরকারি কার্যালয় এবং চারটি স্বাস্থ্যকেন্দ্র৷ নদীগুলি ক্রমেই আরো চওড়া হচ্ছে৷ কোনো কোনো স্থানে নদীর প্রস্থ ১০০ মিটার বেড়ে যাওয়ারও সম্ভাবনা আছে৷ ডেইলি স্টারের বিবরণ অনুযায়ী চারটি স্থানে বাঁধের ক্ষতি হতে পারে এবং সেক্ষেত্রে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ৷
প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই