ফ্রান্সের ক্রীড়াঙ্গনে যৌন নিপীড়নের ঘটনায় তোলপাড়
২৯ জানুয়ারি ২০১৯ফ্রান্সে সম্প্রতি এক শিশুকে ধর্ষণ করে দেশখ্যাত সাবেক সাঁতারু ভিনসেন্ট লেরোয়ার দোষী সাব্যস্ত হয়েছেন৷ এ ঘটনা নাড়িয়ে দিয়েছে ফ্রান্সের ক্রীড়াঙ্গনকে৷
ধর্ষণের শিকার হওয়া শিশুটির পরিবারের কাছে তিনি ছিলেন বন্ধুসম৷ এই বর্ষিয়ান সাঁতারুকে নিয়ে সন্দেহের কোনো অবকাশও ছিল না৷ তার কাছে নিরাপদ ভেবেই সন্তানকে ছেড়ে দিয়েছিলেন৷ ধর্ষণের শিকার সেই শিশুটির বাবা বলেন, ‘‘ভিনসেন্ট লেরোয়ার মানুষ হিসেবে ভীষণ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ছিলেন, তারই সুযোগ নিয়েছেন তিনি৷ ''
শুধু শিশুটির বাবার কাছেই নন, ক্রীড়াঙ্গনে তিনি ভীষণ জনপ্রিয় এবং সম্মানিত ব্যক্তি৷ আইস হকি চ্যাম্পিয়ন হওয়া, সাঁতারে জাতীয় পর্যায়ে নানা সাফল্য তাকে সম্মানের চূড়ায় পৌঁছে দেয়৷ আর তারই সুযোগ নেন ভিনসেন্ট৷ ৬১ বছর বয়সি এই ক্রীড়া ব্যক্তিত্বের বিরুদ্ধে এর আগেও যৌন নীপিড়নের অভিযোগ উঠেছে৷ তবে তখন তিনি ধামা চাপা দিতে সক্ষম হন৷ ১৯৮০ এবং ১৯৯০ সালে তার বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ উঠে৷ কিন্তু সেসময় সেগুলো প্রমাণ করা সম্ভব হয়নি৷
সম্প্রতি তার অতীত অপরাধ ও বর্তমান অপরাধকে একসঙ্গে বিচারের আওতায় নিয়েছে আদালত৷ ৫টি নিপীড়নের ঘটনায় আদালত তাকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে৷ এর মধ্যে একটি ধর্ষণ ও ৪টি নিপীড়নের ঘটনা রয়েছে৷ ১৯৮০ ও ১৯৯০ সালে যৌন হয়রানির শিকার হওয়া দুই অভিযোগকারীর এখন বয়স যথাক্রমে ৪০ ও ৩০৷ তাঁদের বাবা আদালতকে বলেন, ‘‘ছেলেদের হকি ট্রেইনিং দেওয়ার নামে যখন রাতে রাখতে চেয়েছে, আমরা আপত্তি করিনি৷ তিনি সুযোগ নিয়েছেন৷'' তিনি মনে করেন, সেই হকি দলের ২০ জন শিশুর আরো অনেকেই হয়তো হয়রানির শিকার হয়েছে যা অগোচরেই রয়ে গেছে৷
এফএ/এসিবি (এপি)