1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রাঙ্কো-জার্মান মিত্রতা

৮ জুলাই ২০১২

দুই বিশ্বযুদ্ধে ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে জার্মানি ও ফ্রান্সের মানুষ৷ সেই স্মৃতিময় স্থানে দাঁড়িয়ে শত্রুতা ভুলে বন্ধুত্বের সম্পর্ক গড়েছিলেন গল এবং আডেনাউয়ার৷ রবিবার সেই সম্পর্কের ৫০ বছর পালন করছে জার্মানি এবং ফরাসির মানুষ৷

https://p.dw.com/p/15TiV
epa03300185 French President Francois Hollande (R) and German Chancellor Angela Merkel (L) listen to the national anthems during a ceremony to commemorate the 50th anniversary of the official Franco-German reconciliation, in Reims, France, 08 July 2012. German Chancellor Angela Merkel and French President Francois Hollande met 08 July in the French town of Rheims, to commemorate their countries' postwar reconciliation. The two leaders attended a memorial service at Rheims Cathedral, marking the 50th anniversary of the 08 July 1962 meeting in the town of France's Charles de Gaulle and Germany's Konrad Adenauer - who signed a Franco-German friendship treaty. EPA/YOAN VALAT
ছবি: picture-alliance/dpa

দু'টি বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ ফ্রান্স ও জার্মানির মধ্যে যে শত্রুতার বীজ বুনেছিল তা ১৯৬২ সালের ৮ই জুলাই উৎপাটন করেছিলেন তৎকালীন জার্মান ও ফরাসি নেতা কনরাড আডেনাউয়ার এবং চার্লস ডে গল৷ সেই থেকে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার সম্পর্ক লালন করে আসছে ইউরোপের অন্যতম শক্তিধর এই দুই দেশ৷ তারই ধারাবাহিকতায় ফ্রাঙ্কো-জার্মান মিত্রতার ৫০ বছর পালিত হচ্ছে আজ৷

এ উপলক্ষ্যে ফ্রান্সের উত্তরাঞ্চলের শহর রাইমস-এ গেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ৷ ১৯৪৫ সালের ৭ই মে এই রাইমস শহরে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল জার্মানির আত্মসমর্পণ চুক্তিতে স্বাক্ষরের মধ্য দিয়ে৷ রাইমস শহরের ঐতিহাসিক গির্জায় দীর্ঘদিন ফরাসি রাজাদের অভিষেক হয়েছে৷ এছাড়া প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে এই গির্জাটি ক্ষতিগ্রস্ত হয় জার্মান বিমান বাহিনীর গোলার আঘাতে৷ সেই রাইমস গির্জায় এক সমাবেশে যোগ দেন ম্যার্কেল এবং ওলঁদ৷

তবে দুই নেতার এই ঐতিহাসিক বৈঠকে কিছুটা বিব্রতকর ছায়া ফেলেছে ফ্রান্সের সেন্ট এতিনে-আ-আর্নেস সমাধিক্ষেত্রে শায়িত জার্মান সেনাদের স্মৃতিফলক ভাঙার ঘটনা৷ প্রথম বিশ্বযুদ্ধে নিহত ৫১ জন জার্মান সেনার সমাধি রয়েছে সেখানে৷ কিন্তু কে বা কারা গত রাতে সেগুলোর ক্ষতিসাধন করে৷ সেই ঘটনার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ওলঁদ৷ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে৷

সমবেত অতিথিদের উদ্দেশ্যে বক্তৃতায় ওলঁদ বলেন, ‘‘কোন অশুভ শক্তি এবং গোপন চক্র ফ্রান্স ও জার্মানির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করতে পারবে না৷ আমাদের বন্ধুত্ব ইউরোপকে উৎসাহ ও প্রেরণা জোগায়৷ আমরা শুধু মুখেই নয়, বরং আমরা কাজের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করতে চাই৷'' ওলঁদ চ্যান্সেলর ম্যার্কেলকে উদ্দেশ্য করে প্রস্তাব দেন যে, ফ্রান্স ও জার্মানির মধ্যে একটি নতুন দ্বার উন্মুক্ত করা হোক যা দুই দেশের বন্ধুত্বকে আরো নিবিড় করে তুলবে৷

আঙ্গেলা ম্যার্কেল তাঁর বক্তৃতায় বলেন, ‘‘ইউরোপ মুদ্রার চেয়ে আরো অনেক বেশি কিছু নিয়ে গঠিত এবং এক্ষেত্রে ফ্রান্স-জার্মান সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই সম্পর্ক গোটা ইউরোপকে এক করার ক্ষেত্রে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে৷'' বক্তৃতার শেষে চ্যান্সেলর ম্যার্কেল জার্মান ও ফরাসি উভয় ভাষায় বলেন, ‘দীর্ঘজীবী হোক জার্মান-ফ্রান্স বন্ধুত্ব'৷

এএইচ / এআই (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য