ফ্রাংকফুর্টে সুইফট, বিবারের জয়
১২ নভেম্বর ২০১২মাত্র দু'সপ্তাহ আগে কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়৷ সেই অনুষ্ঠান থেকে টেইলর সুইফট ফিরেছিলেন খালি হাতে৷ অথচ ফ্রাংকফুর্টে সেই সুইফটই কিনা চমক দেখালেন! বেস্ট ফিমেল, বেস্ট লাইভ এবং বেস্ট লুক – এমটিভি'র এই তিনটি সম্মাননা জয় করেছেন এই মার্কিন কান্ট্রি মিউজিক সংগীত শিল্পী৷ উচ্ছ্বসিত সুইফট নিজের জার্মান ভাষাজ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করে অনুষ্ঠানে বললেন, ‘দ্রাই, দ্রাই' মানে তিন, তিনটি সম্মাননা জয় করেছেন তিনি, যেটা তাঁর নিজেরই বিশ্বাস হচ্ছে না৷
ফ্রাংকফুর্টে এমটিভি সন্ধ্যায় হাজির ছিলেন হাজার সাতেক দর্শক৷ তাঁদেরকে সম্ভবত সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে ‘গাংনাম স্টাইল'৷ দক্ষিণ কোরীয় তারকা সাই তাঁর এই সংগীতের জন্য জয় করেছেন বেস্ট ভিডিও অ্যাওয়ার্ড৷ সাই অবশ্য একটি রেকর্ডও গড়েছেন৷ এই প্রথম কোনো কোরীয় শিল্পী এমটিভি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সংগীত পরিবেশনের সুযোগ পেলেন৷ অবশ্য এমটিভি'র অন্য কোনো উপায়ও ছিল না৷ যাঁর ভিডিও ইউটিউবে প্রদর্শিত হয়েছে ৬৭ কোটি বার, ফেসবুকে ‘লাইক' প্রায় পঞ্চাশ লাখবার, তাঁকে এড়িয়ে যাওয়ার উপায় কি!
জমকালো এই সংগীত সন্ধ্যা উপস্থাপন করেন জার্মান মডেল কন্যা হাইডি ক্লুম৷ জার্মানিতে অত্যন্ত জনপ্রিয় এই তারকা চলতি বছর অবশ্য বেশি আলোচিত বিবাহবিচ্ছেদ নিয়ে৷ সিলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনেছেন তিনি৷
উল্লেখ্য, গত বছর বেলফাস্টে এমটিভি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ প্রায় আড়াই কোটি দর্শক সেই অনুষ্ঠানটি উপভোগ করেন৷ চলতি বছর এমটিভি সম্মাননা জয়ী নির্ধারণে অনলাইন এবং মুঠোফোনে ভোট দিয়েছেন প্রায় সাড়ে আঠারো কোটি মানুষ৷ রিহানার মতো সংগীত শিল্পীরা এবার কোনো সম্মাননা না জিতলেও দর্শকদের এই ব্যাপক সাড়া এই অনুষ্ঠানের গুরুত্ব বোঝাতে যথেষ্ট৷
এআই/ডিজি (রয়টার্স)