ফেসবুক ‘মেটা’ হওয়ায় টুইটারে হাসির ঝড়
২৯ অক্টোবর ২০২১সমালোচকরা বলছেন, নাম পরিবর্তনের মাধ্যমে ফেসবুক নিজেকে রিব্র্যান্ডিং করার অন্যতম কারণ চলমান নানা সমালোচনা ও কেলেঙ্কারি থেকে ব্যবহারকারীদের দৃষ্টি সরানো৷
কিন্তু তাতে টুইটারে নানা ধরনের হাসি-ঠাট্টা থেমে থাকেনি৷
ফেসবুকের নাম ‘মেটা’ ঘোষণার পরপরই মার্কিন হ্যামবার্গার চেইন ওয়েন্ডিস টুইট করে ‘আমাদের নাম এখন থেকে মিট (মাংস)৷ নিজেদের ঘোষণাকে সত্য প্রমাণ করে টুইটার প্রোফাইলে নিজেদের নাম সত্যি সত্যিই Meat করে দিয়েছে ওয়েন্ডিস৷
টুইটটির নীচে অনেকেই ফেসবুকের নুতন নাম নিয়ে নানা মজার মজার মন্তব্য করেছেন৷ এই হাসিঠাট্টায় যোগ দিয়েছে কেবলই নাম পালটে ‘মেটা' হওয়া ফেসবুকের টুইটার হ্যান্ডেলও৷ ওয়েন্ডিসের টুইটের নীচে ‘মেটা’ লিখেছে, ‘নাইস টু মিট ইউ'৷ তবে সেখানে meet বানানটিকে লেখা হয়েছে meat হিসাবে৷
ফেসবুকের টুইটার হ্যান্ডেলের নাম পরিবর্তন করে এরই মধ্যে Meta করা হয়েছে৷
কোম্পানির নাম বদলে মেটা করলেও কোম্পানির অধীনে থাকা সামাজিক যোগাযোগ মাধ্যমটির নাম ফেসবুকই থাকছে৷ অনেক ব্যবহারকারী একটু উদ্বিগ্ন ছিলেন যে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমের নামও ‘মেটা’তে পরিবর্তন করা হবে৷ ফ্রান্সিস পোলস্কি নামের এক ব্যবহারকারী বলেছেন, ‘‘আপনি কীভাবে কাউকে বলবেন যে আপনি মেটাতে আছেন? একটি ড্রাগের মতো শোনায়৷’’
সামাজিক নেটওয়ার্কের নতুন নাম নিয়ে অনেকে হতাশাও প্রকাশ করেছেন৷
ম্যাক্স গফ নামে একটি হ্যান্ডেল থেকে করা টুইটে বলা হয়েছে, ‘‘কেন ফেসবুক ‘মেটা’ বেছে নিল? কারণ ‘মেহ' এরই মধ্যে নিয়ে নেয়া হয়েছে৷’’ স্যান্ডেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘মেহ' এর ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকে এর জবাবে টুইট করা হয়েছে, ‘‘তুমি মিথ্যা বলোনি৷’’
তবে এই হাসি-ঠাট্টার মধ্যেও সমালোচকরা তাদের অবস্থান ধরে রেখেছেন৷
দ্য রিয়েল ফেসবুক ওভারসাইট বোর্ড নামে অ্যাক্টিভিস্টদের একটি টুইটার হ্যান্ডেল থেকে বলা হয়েছে, ‘‘আমরা এখনও দ্য রিয়েল ফেসবুক ওভারসাইট বোর্ড নামেই আছি৷ অর্থহীন নাম পরিবর্তনে কিছু আসে যায় না৷’’
এডিকে/জেডএইচ (এএফপি)