1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেলে দেয়া মাস্ক থেকে চেয়ার

১৩ ডিসেম্বর ২০২০

দক্ষিণ কোরিয়ার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই করোনাকালেও পরিবেশ রক্ষায় দারুণ এক কাজ শুরু করেছেন৷ ফেলে দেয়া মাস্ক থেকে চেয়ার তৈরি করছেন তিনি!

https://p.dw.com/p/3me0x
 কিম হা-নেউল
কিম হা-নেউলছবি: REUTERS/K. Hong-Ji

করোনা সংক্রমণ শুরুর পর থেকে সারা বিশ্বে কত হাজার কোটি মাস্ক তৈরি হয়েছে, ব্যবহারের পর ফেলে দেয়া মাস্কগুলো পরিবেশের কতটা ক্ষতি করেছে তা কি ভেবে দেখেছেন? কিম হা-নেউল বেশ কিছুদিন ভেবেছেন বিষয়টি নিয়ে৷ তারপর ঠিক করেছেন যেসব মাস্ক পোলিপ্রপিলিনের তৈরি, সেগুলো সংগ্রহ করে তা থেকে চেয়ার বানাবেন৷

আইডিয়াটা মাথায় আসার পরই রাজধানী সৌল-এর কেয়ন ইউনিভার্সিটি অব আর্ট অ্যান্ড ডিজাইন-এর ছাত্র কিম ফেলে দেয়া মাস্ক সংগ্রহে নেমে পড়েছিলেন৷ সহপাঠীদের সঙ্গে নিয়ে এ পর্যন্ত ১০ হাজারের মতো মাস্ক নিজে সংগ্রহ করেছেন৷ এর বাইরে বিভিন্ন কারখানা থেকে পেয়েছেন কয়েক টন ত্রুটিযুক্ত মাস্ক৷ ব্যাস, এখন পুরোদমে চলছে চেয়ার বানানোর কাজ৷

ব্যবহার করে ফেলে দেয়া মাস্কের মাধ্যমে করোনা সংক্রমণ যাতে না ছড়ায় তা নিশ্চিত করতে সংগ্রহ করে আনার পর চারদিন রেখে দেয়া হয়৷ তারপর ৩০০ ডিগ্রি সেলসিয়াস (৫৭০ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায় মাস্ক গলিয়ে চেয়ার বানানো হয়৷

 পরিত্যক্ত মাস্ক দিয়ে কিম হা-নেউলের বানানো টুল
পরিত্যক্ত মাস্ক দিয়ে কিম হা-নেউলের বানানো টুল ছবি: REUTERS/K. Hong-Ji

নিজের তৈরি চেয়ার এখনো বিক্রি শুরু করেননি কিম৷ তবে বিক্রি করতেও পারেন বলে জানিয়েছেন৷

গত সেপ্টেম্বরে সরকারি হিসেবে দক্ষিণ কোরিয়ায় ১০০ কোটিরও বেশি মাস্ক তৈরি হয়েছে৷ সারা দেশে করোনা ভ্যাকসিন দেয়া শেষ না হওয়া পর্যন্ত মাস্ক উৎপাদন চলবে, পরিবেশ দূষণ চলতে থাকবে  এবং কিম-এর মাস্ক থেকে চেয়ার বা অন্যান্য ফার্নিচার বানানোর সুযোগও থাকবে৷

এসিবি/কেএম (রয়টার্স)