1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফের ফাতা হামাস অন্তর্কলহ প্রকট, ওয়েস্ট ব্যাঙ্কে হত ছয়

৩১ মে ২০০৯

প্যালেস্টিনিয় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাগোষ্ঠীর নিরাপত্তাবাহিনীর হামলায় তিন পুলিশকর্মী সহ ছয়জন নিহত হল রবিবার ওয়েস্টব্যাঙ্কে৷ নিহত বাকি তিনজন হামাস সদস্য বলে জানানো হয়েছে৷

https://p.dw.com/p/I155
ছবি: AP

প্যালেস্টিনিয় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মাত্র কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ওয়াশিংটনে বসে আঞ্চলিক নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে এসেছেন৷ তার কয়েকদিনের ভিতর ওয়েস্টব্যাঙ্কে রবিবারের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ওয়েস্ট ব্যাঙ্কে ফাতা হামাস সংঘর্ষের পরিস্থিতি ঠিক কী রকম৷

প্যালেস্টাইনের পুলিশ সূত্রে রবিবারের ঘটনার যে বিবরণ দেওয়া হয়েছে, তাতে বলা হয়, ওয়েস্টব্যাঙ্কের কালকিলা শহরের একটি বাড়ি ঘিরে ফেলেছিল পুলিশ বাহিনী৷ বাড়িটিতে হামাসের এক উচ্চপদস্থ ফিল্ড কমান্ডার মোহাম্মদ সাম্মান বাস করছিলেন বলে খবর ছিল তাদের কাছে৷ সাম্মানের সঙ্গেই ওই বাড়িটিতে আশ্রয় নিয়েছিলেন তাঁর সহকারী আর এক হামাস নেতা মোহাম্মদ ইয়াসিন৷

Hamas erobert den Gaza-Streifen
গাজা এলাকা নিয়ন্ত্রণ করছে হামাসছবি: AP

প্যালেস্টিনিয় পুলিশের মুখপাত্র আদনান দামিরি সংবাদসংস্থা রয়টার্সকে জানান, পুলিশ প্রথমে তাঁদের আত্মসমর্পন করার জন্য নির্দেশ দেয়৷ সেই নির্দেশে কর্ণপাত না করে হামাস নেতারা গুলি চালাতে শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালাতে থাকে৷ বেশ কিছুক্ষণ ধরে গুলি বিনিময় চলার পর হামাসের দুই নেতা এবং তাঁদের আশ্রয়দাতা বাড়িটির মালিক নিহত হন পুলিশের গুলিতে৷ উল্টোদিকে তিন প্যালেস্টিনিয় পুলিশকর্মীরও মৃত্যু হয় হামাস নেতাদের গুলি লেগে৷ ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, অন্তত কয়েকশো রাউন্ড গুলি চলেছে এই অপারেশনে৷ আক্রান্ত বাড়িটি এবং বাড়ির অভ্যন্তরের আসবাবপত্র সব ছিন্নভিন্ন হয়ে গেছে৷

ওয়েস্ট ব্যাঙ্কে রবিবারের এই সন্ত্রাস ফাতা হামাস অন্তর্কলহকে আবারও প্রকট করে তুলল বলে মনে করছেন পর্যবেক্ষকেরা৷ মিশরের উদ্যোগে দুই পক্ষের মধ্যে যে সমঝোতার প্রচেষ্টা চলছে, এই ঘটনায় তাতেও যথেষ্ট কুপ্রভাব পড়বে বলে মন্তব্য করেছে সংশ্লিষ্ট মহল৷

এই ঘটনার প্রতিক্রিয়ায় প্যালেস্টাইনের ডব্লিউ এ এফ এ সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কিন্তু বলেছেন, প্যালেস্টাইনের পুনর্গঠনের উদ্যোগে যে বা যারা বাধার সৃষ্টি করবে তাদের সকলের বিরুদ্ধেই বজ্রমুষ্টি প্রয়োগ করবে প্যালেস্টিনিয় নিরাপত্তা বাহিনী বা পুলিশবাহিনী৷ নিহত দুই হামাস নেতাকে অপরাধী বলে ব্যাখ্যা করেছেন আব্বাস ওই সাক্ষাত্কারে৷

প্রতিবেদক: সুপ্রিয় বন্দোপাধ্যায়, সম্পাদনা: রিয়াজুল ইসলাম