1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুলবাড়িয়ায় দোকান উচ্ছেদ অভিযান বাধার মুখে

৮ ডিসেম্বর ২০২০

গুলিস্তানের ফুলবাড়িয়ায় একটি মার্কেটে নকশা বহির্ভূতভাবে তৈরি ৯১১টি দোকান উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা ডিএসসিসি৷ ব্যবসায়ীদের বাধার মুখে তারা অভিযান শুরু করতে পারেননি৷

https://p.dw.com/p/3mNwa
ফুলবাড়িয়ায় দোকানিদের বিক্ষোভ
ছবি: bdnews24

পূর্ব ঘোষণা অনুযায়ী সিটি কর্পোরেশনের কর্মকর্তারা মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ উচ্ছেদ অভিযানে গেলে ব্যবসায়ীরা তাদের বাধা দেয়৷ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, অবস্থা বুঝে অভিযান চালাব৷’’ ওই মার্কেটের নকশার বাইরে গিয়ে লিফট, সিঁড়ি, টয়লেটের জায়গা দখল করে এসব দোকান তৈরি করা হয়েছে৷ এরকম ৯১১টি দোকান উচ্ছেদের সিদ্ধান্ত জানিয়ে তিন দিন আগে নোটিস দেওয়া হয়৷

ফুলবাড়িয়ায় দোকানিদের বিক্ষোভ
ছবি: bdnews24

মার্কেটের দোকানি রাফসান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমি প্রায় সাত বছর আগে পনের লাখ টাকা দিয়ে অস্থায়ীভাবে আমি দোকান নিয়েছি, এখন কেন ভাঙচুর হবে৷’’ কাকে টাকা দিয়েছেন জানতে চাইলে তার উত্তর, ‘‘এককভাবে কেউ টাকা নেয়নি, এখানে মার্কেটের ব্যবসায়ী নেতারা আছেন, সিটি কর্পোরেশনের লোকজন আছে৷’’

এই অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন৷ র‌্যাবকেও খবর দেওয়া হয়েছে বলে রাসেল সাবরিন জানান৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য