1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফারদিন হত্যা: আটক বান্ধবী

১০ নভেম্বর ২০২২

বুয়েট শিক্ষার্থী ফাদিনের বাবা নূরউদ্দিন রানা ছেলের বান্ধবীর বিরুদ্ধে ঢাকার রামপুরা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

https://p.dw.com/p/4JIsk
ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে আসামি করে ৩০২/ ৩০১ এবং ৩৪ ধারায় এই মামলা করা হয়েছে
ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে আসামি করে ৩০২/ ৩০১ এবং ৩৪ ধারায় এই মামলা করা হয়েছেছবি: picture-alliance/chromorange/R. Tscherwitschke

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের লাশ উদ্ধারের ঘটনায় তার বান্ধবীকে আসামি করে হত্যা মামলা হয়েছে। বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন রানা বৃহস্পতিবার ভোরে ঢাকার রামপুরা থানায় এ মামলা দায়ের করেন। মতিঝিল বিভাগের উপ কমিশনার হায়াতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, "ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে আসামি করে ৩০২/ ৩০১ এবং ৩৪ ধারায় এই মামলা করা হয়েছে।”

বুশরাকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, "আমাদের টিম এখন বাইরে আছে তাকে নিয়ে। থানায় নেওয়ার পর বলা যাবে তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না।”

কেন ছেলের বান্ধবীকে সন্দেহ করছেন জানতে চাইলে নূরউদ্দিন রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুশরা নামের মেয়েটা ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়ে। ঘটনার দিন বিকাল থেকে আমার ছেলে ওই মেয়ের সঙ্গেই ছিল। তাদের সম্পর্ক প্রায় পাঁচ বছরের, বিতর্ক করতে গিয়ে পরিচয়। কিন্তু আমার ছেলের মৃত্যুতে সে ভেঙে পড়ে নাই।”

তিন দিন নিখোঁজ থাকার পর সোমবার বিকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ৷ তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন; পাশাপাশি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের যুগ্ম সম্পাদক ছিলেন।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ফারদিনের ময়নাতদন্ত হয়। পরে হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ সাংবাদিকদের জানান, ফারদিন নূর পরশকে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ফারদিন শুক্রবার বাসা থেকে বের হয়েছিল বুয়েট ক্যাম্পাসে যাবার উদ্দেশে৷ পরদিন (শনিবার) পরীক্ষা শেষে বাসায় ফিরবে বলে জানিয়েছিল৷ কিন্তু শুক্রবার রাত ১১টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়৷

পুলিশ বলছে, ফারদিনকে শেষ দেখা গেছে রামপুরায়, তার মোবাইল ফোনটি তারপর এগিয়েছে সদরঘাটের দিকে, সর্বশেষ জানা অবস্থান কেরানীগঞ্জে; আর লাশ উদ্ধার করা হয়েছে নারায়ণগঞ্জের গোদনাইলে বর্ণালী টেক্সটাইল মিলের ঘাটের পাশে শীতলক্ষ্যা নদীতে।

এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)