ফলের মেলা, গাছের মেলা
ঢাকায় বসেছে জমজমাট ফলের মেলা৷ আম, কাঁঠাল, কলা, পেঁপে, লিচু, আনারস, কাউফল, কামরাঙা, জাম, খেজুর, পেয়ারা, আমড়া, বেতফল, লেবু, লটকন, আমলকী, বেল, সাতকরা, জাম্বুরা, কদবেল, ডুমুর, জামরুল, চালতা, আঙুর, সফেদা, তাল কী নেই সেখানে!
ফলের চাহিদা
কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অডিটোরিয়ামে বসেছে এ মেলা৷ মেলায় আম, কাঁঠাল, লিচু, জাম বিক্রি বেশি হলেও লটকন, আমলকী, বেল, সাতকরা, জাম্বুরা, কদবেল, কাঠবাদাম, ডুমুর, জামরুল, চালতা, আঙুর, সফেদা বা কম পরিচিত অন্যান্য ফলের চাহিদাও যথেষ্ট৷
ভালো সুযোগ
সকাল ৯টা থেকে রাত ৮টার মধ্যে এ মেলা দেখতে যাচ্ছেন অনেকেই৷ সেখানে নানা ধরনের ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি পছন্দের ভেজালমুক্ত ফল কেনার সুযোগও পাচ্ছেন তারা৷
ফলের আচার
মেলায় শুধু ফল নয়, নানা ধরনের ফলের আচারও রয়েছে৷ ওপরের ছবিতে ফলের আচারের সমাহার৷
আমের কদর
এখন আমের মৌসুম৷ এ সময়ে ফলের মেলায় আম থাকবে না তা কি হয়? আমের আলাদা স্টলও আছে মেলায়৷
কেন এমন আয়োজন
‘পরিকল্পিত ফল চাষ জোগাবে পুষ্টিসম্মত খাবার’ এমন ভাবনাকে সামনে রেখে জাতীয় ফল প্রদর্শনী ও বৃক্ষরোপণ পক্ষ ২০১৯ উদযাপন করছে কৃষি মন্ত্রনালয়৷ ফলে শুধু ফলের প্রদর্শনী বা বিক্রি নয়, পরিকল্পিত চাষ এবং পুষ্টিসম্মত খাবারে সবাইকে উৎসাহিত করাও এ আয়োজনের লক্ষ্য৷
আয়োজনের বিশালতা
মোট মোট ৮৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এ মেলায়৷ দেশের বিভিন্ন অঞ্চলের কৃষক ও পাইকারি ফল সরবরাহকারী প্রতিষ্ঠানও মেলায় এসেছে৷ তিন দিনের এ মেলার শেষ দিন মঙ্গলবার৷ তবে আগামী ৩০ জুন পর্যন্ত চলবে বৃক্ষরোপণ পক্ষ৷