ফলাফলের পরেও অশান্তি চলছে পশ্চিমবঙ্গে
ভাঙড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ আইএসএফ কর্মীদের। মৃত তিন, আহত বহু। আহত পুলিশ অফিসার।
দিকে দিকে অশান্তি
পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেছে। কিন্তু এখনো অশান্তি অব্যাহত বিভিন্ন জায়গায়। উত্তর থেকে দক্ষিণবঙ্গ-- সর্বত্রই এক অবস্থা। রাজ্যে এসেছে বিজেপির বিশেষ ফ্যাক্ট ফাইন্ডিং টিম। নেতৃত্বে রবিশংকর প্রসাদ।
উত্তপ্ত ভাঙড়
ভোটের আগে থেকেই উত্তপ্ত ভাঙড়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এখানেই একের পর এক গাড়ি জ্বালানো হয়েছিল। ভোটের পরেও অশান্তি চলছে।
পুলিশের সঙ্গে সংঘর্ষ
ভাঙড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে আইএসএফ কর্মীদের। ঘটনায় এক পুলিশ অফিসার এবং এক পুলিশ কর্মী আহত হয়েছেন। তিন আইএসএফ কর্মী পুলিশের গুলিতে মারা গেছেন বলে অভিযোগ।
পুলিশের গাড়িতে তাজা বোমা
পুলিশের গাড়িতে বালতির জলে চোবানো তাজা বোমা। অশান্ত এলাকা থেকে এই বোমা উদ্ধার করা হয়েছে।
রাস্তায় বোমার দাগ
এলাকাজুড়ে বোমাবাজির চিহ্ন। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করেও বোমা ছোঁড়া হয়েছে।
পাড়ায় পাড়ায় পাহারা
ভাঙড়ের বিভিন্ন এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পাড়ায় পাড়ায় টহল দিচ্ছে বিরাট পুলিশ বাহিনী।
রেজাউল নিহত
২৪ বছরের রেজাউল গাজি আইএসএফ কর্মী। পুলিশের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়েছে বলে আইএসএফ-এর অভিযোগ। তার দেহ ঘিরে বসে গোটা পাড়া।
ছেলের সামনে মা
ছেলের দেহের সামনে বসে কান্নায় ভেঙে পড়েছেন মা। বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি।
শেষ কোথায়
ভোটের পরেও অশান্তি কেন থামানো যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিক সমাজ। প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, সে প্রশ্নও উঠছে।