1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফর্মুলা ওয়ানের বাছাই পর্বে প্রথম জার্মান সেবাস্টিয়ান ফেটেল

২৩ অক্টোবর ২০১০

পঞ্চদশ শতকে সন্ত কবীরদাসের হিন্দীতে রচিত দোহা বা দুই পঙত্তির কবিতার বাংলা পদ্যানুবাদ করেছেন অনেকেই৷ সেই হিন্দী ভাষী কবি লিখেছিলেন, ‘‘গাড়ি মানে যার গেড়ে বসে থাকার কথা, কিন্তু বিস্ময় এই যে ‘চলতি কা নাম গাড়ি!’’

https://p.dw.com/p/PlxB
সেবাস্টিয়ান ফেটেলছবি: AP

বর্তমানে সেই গাড়ির দৌড়ের সবচেয়ে বড় আসরটির নাম ফর্মুলা ওয়ান৷ এবারের আসরের গ্র্যান্ড প্রিক্সটি দক্ষিণ কোরিয়ায়৷ রোববার শুরু হবে, তার আগে হলো যোগ্যতা যাচাই৷

এই যোগ্যতা যাচাই বা কোয়ালিফাইং রাউন্ড উতরে গেলেন জার্মান চালক রেড বুল দলের সেবাস্টিয়ান ফেটেল৷ প্রথম সারির একেবারে এক নম্বরে তাঁর অবস্থান৷ আর পরেই আছেন তাঁরই দলের খেলোয়াড় মার্ক ওয়েবার৷ একই টিম, মানে রেড বুলেরই দুই যোগ্য অংশীদার৷ গাড়ি দৌড়ে ফেটেল সমাপ্তি রেখায় নিজের গাড়িটি নিয়ে এসেছেন ওয়েবারের চেয়ে মাত্র শূন্য দশমিক ০৭ সেকেন্ড আগে৷ এদের পরেই ছিলেন ফেরারির ফার্নান্দো আলোন্সো৷

Sebastian Vettel Formel Eins in Monza
ছবি: AP

বাছাই পর্বে এগিয়ে গিয়ে মার্ক ওয়েবার একই টিমের সদস্য সেবাস্টিয়ান ফেটেলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বললেন, ‘এটা একটা ভালো অর্জন৷ আর দৌড়ের পথ যে খুব মসৃণ ছিল না, তা প্রতিযোগিতার সকলেই জানেন৷ ফলে ভালো করায় পুরো টিম খুশি৷'

রবিবার মূল খেলা৷ এর আগে ফেটেল জানালেন, ‘সময় এসেছে ভালো করার৷ গত বছর অর্থাৎ ২০০৯ সালে যেমনটা খেলেছিলেন, এবার তার চেয়েও ভালো খেলে প্রথম হতে চাই৷' আর বাছাই পর্ব বেশ আত্মবিশ্বাস পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি৷ এ মাসের প্রথমদিকে জাপানে অনুষ্ঠিত গ্র্যান্ডপ্রিক্সে তাঁরই অবস্থান ছিল সবার আগে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম