1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্লাস্টিক ব্যবহার কমানোর প্রতিশ্রুতিভঙ্গ ইউরোপের কোম্পানির

১০ আগস্ট ২০২২

প্লাস্টিকের ব্যবহার কমিয়ে খাবার প্যাকেটজাত করার প্রক্রিয়া পরিবেশের জন্য ইতিবাচক, এ জাতীয় প্রতিশ্রুতি দেয় ইউরোপের ফুড কোম্পানিগুলি। তার দুই-তৃতীয়াংশ ব্যর্থ হয়েছে, ডিডাব্লিউর তদন্তমূলক সাংবাদিকতায় যেগুলি ধরা পড়েছে।

https://p.dw.com/p/4FNDZ
প্লাস্টিকের ব্যবহার কি কমাতে পারবে ইউরোপ
প্লাস্টিকের ব্যবহার কি কমাতে পারবে ইউরোপ

ইউরোপের খাদ্য ও পানীয় সংস্থাগুলিকীভাবে তাদের প্রতিশ্রুতি ভাঙছে এবং কীভাবে আইনের কারণে তাদের জবাবদিহি করতে হতে পারে তা নিয়ে বিস্তারিত তথ্য দেয়া হলো।

ফরাসি ‘ফুড জায়ান্ট' ড্যানোন ২০০৮ সালে বড়সড় একটি প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বলেছিল, এক বছরের মধ্যে নাকি কোম্পানির জলের বোতলে ব্যবহৃত প্লাস্টিকগুলির ৫০ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য উপকরণ থেকে তৈরি করা হবে। ড্যানোনের ‘সাসটেইনেবেলিটি' সংক্রান্ত প্রতিবেদনে এই পরিমাপকে "প্যাকেজিংয়ের ওজন কমানো এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানোর একটি উপায়" বলে উল্লেখ করা হয়েছিল।

বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ে এটি জরুরি পদক্ষেপ হতে পারে। তেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি থেকে তৈরি প্রধান পণ্যগুলির মধ্যে একটি হলো প্লাস্টিক। শুধু তাই নয়, এটি সবচেয়ে স্থায়ী পদার্থের মধ্যে একটি, এটা বললেও ভুল হবে না।

প্লাস্টিকের বোতলগুলি ভাঙতে ৪৫০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। মাইক্রোপ্লাস্টিকের টুকরো যে কোনো প্রাণী এবং মানুষের একইরকম ক্ষতি করে। এর ফলে বায়ুদূষণ হয়। দূষিত হচ্ছে মহাসাগর এবং মাটিও। বিশ্বে সবচেয়ে বেশি প্লাস্টিক দূষণের অন্যতম কারণ খাদ্য ও পানীয় শিল্প।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টেরমতে, ২০১৯ সালে ৭৯ মিলিয়ন টন (এক টন মানে ১০০ কেজি) প্লাস্টিক বর্জ্য খোলা গর্ত, লিকেজ (মাটি কিংবা জল) বা আবর্জনার স্তূপের মাধ্যমে পরিবেশে ছড়িয়ে পড়েঠে। এটি বিশ্বের আয়তনের পাঁচ ভাগের এক ভাগ।

কোম্পানিগুলি কি প্রতিশ্রুতি অনুসরণ মেনে চলেছে?

ডিডাব্লিউ এবং ইউরোপিয়ান ডেটা জার্নালিজম নেটওয়ার্ক ইউরোপের কিছু বড় খাদ্য ও পানীয় কোম্পানিগুলি নিয়ে গবেষণা করেছে।

ড্যানোন কিন্তু প্রতিশ্রুতি ভেঙেছে। ২০০৯ সালের মধ্যে, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের ইস্যুটি কোম্পানির দেখার কথা ছিল। ২০০৯ সালের প্রতিবেদনে তারা বলেছে, "২০১১ সালে ২০-৩০ শতাংশ ব্যবহার কমানো তাদের লক্ষ্যমাত্রা ছিল এবং অবশেষে যা ৫০ শতাংশে গিয়ে দাঁড়াবে।"

কোম্পানিটি সেই লক্ষ্যপূরণে ব্যর্থ হয়েছে। আবার, ২০২০ সাল থেকে ড্যানোন এখনো সারা বিশ্বে তার জলের বোতলগুলিতে শুধুমাত্র ২০ শতাংশ পুনর্ব্যবহৃত পিইটি ব্যবহার করেছে। ২০২৫ সালের জন্য( প্রথম স্ব-আরোপিত সময়সীমার ১৬ বছর পর) ড্যানোন আরেকটি  লক্ষ্যমাত্রা নিয়েছে। এবার তাদের প্রতিশ্রুতি, ৫০ শতাংশ পুনর্ব্যবহৃত প্লাস্টিক দিয়ে তৈরি হবে জলের বোতলগুলি।

খারাপ ট্র্যাকরেকর্ড

এই অসঙ্গতি নিয়ে কেন জানতে চাওয়া হলে ড্যানোন কোনো জবাব দেয়নি।

গত ২০ বছরে ইউরোপে সদর দফতরের ২৪টি খাদ্য ও পানীয় কোম্পানির দেয়া  প্লাস্টিক সংক্রান্ত ৯৮টি প্রতিশ্রুতি শনাক্ত করেছে ডিডাব্লিউ এবং তার অংশীদার সংবাদমাধ্যমগুলি। এই প্রতিশ্রুতিগুলির অর্ধেকেরও বেশি গত কয়েক বছরে দেয়া হয়েছে। বেশিরভাগই ২০২৫ সালে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানোর প্রস্তাব দিয়েছিল।

৩৭টি প্রতিশ্রুতি ইতিমধ্যে মেনে চলার কথা হলেও ৬৮ শতাংশ ব্যর্থ হয়েছে বা এ নিয়ে কোনো রিপোর্ট করা হয়নি। যখন কোম্পানিগুলি প্রতিশ্রুতি বা নির্দিষঅট লক্ষ্য পূরণে ব্যর্থ হয়, তারা সাধারণত প্রকাশ্যে উল্লেখ করে না। পরিবর্তে, তারা নীরবে লক্ষ্যমাত্রা বাদ দেয় বা নির্ধারিত সময়সীমা পাল্টে দেয়। লক্ষ্যমাত্রা পূরণের বছরটির বদল করে।

যেখানে লক্ষ্যমাত্রাগুলি যাচাই করা যায়নি, সেখানে ডয়চে ভেলে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে। যেখানে স্পষ্টভাবে সবটা বলা হয়েছে, সেখানে প্রাসঙ্গিক ডেটা আপডেট করা হয়েছে। কোম্পানিগুলি লক্ষ্যমাত্রা সম্পর্কে আর মন্তব্য না করলে, তাদের অবস্থান অস্পষ্ট বলে ধরা হয়েছে।

প্লাস্টিক বর্জ্য থেকে স্নিকার!

২০২১ সালে পোশাক, প্রসাধনী এবং গৃহস্থালীর সরঞ্জাম সংক্রান্ত খাত থেকে কোম্পানির ওয়েবসাইটে পরিবেশ বাঁচানোর দাবিগুলি তদন্ত করে দেখেছে ইউরোপীয় ইউনিয়ন। দেখা গিয়েছে, ৪২ শতাংশ দাবি সম্ভবত অতিরঞ্জিত, মিথ্যা বা বিভ্রান্তিকর ছিল৷

যে লক্ষ্যমাত্রাগুলি অর্জন করা গিয়েছিল বা যে প্রতিশ্রুতি রাখা হয়েছে বলে জানানো হয় তার মধ্যে দীর্ঘমেয়াদী উন্নতির বদলে বিপণনের কৌশলের পরিমাণ ছিল অনেক বেশি। উদাহরণস্বরূপ, বেলজিয়ামের ব্রিউয়ারি আনহেইসের বুশ ইন বেভের কথা বলা যায়, যারা আমেরিকান বুডওয়াইসার, করোনা এবং বেকের মতো বিয়ার তৈরি করে। তারা ২০১৭ সালে ঘোষণা করেছিল, "২০২০ সালের মধ্যে ১০০টি দ্বীপকে সামুদ্রিক প্লাস্টিক দূষণ থেকে রক্ষা করা" হবে।

দীর্ঘমেয়াদী সুরক্ষায় জড়িত ছিল না কোম্পানিটি। তারা ১৩টি দেশে ২১৪টি এককালীন সমুদ্রসৈকত রক্ষা এবং পরিচ্ছন্নতার কর্মসূচি নেয়। সময়সূচির এক বছর আগে এটি সফল হয়েছিল বলে দাবি করে তারা।

ব্রাসেলসের এনজিও জিরো ওয়েস্ট ইউরোপের লারিসা কোপেইও বলেন, "অনেক কোম্পানি নিজেদের প্রচারের জন্য সৈকত পরিচ্ছন্নতা রাখার ইস্যুটি ব্যবহার করে। তারাই সমস্ত বর্জ্য সমুদ্রের ধারে ফেলে।"

৯৮টি প্রতিশ্রুতির মধ্যে মাত্র ১৯টি প্যাকেজিংয়ে ব্যবহৃত প্লাস্টিকের পরিমাণ বা ভার্জিন প্লাস্টিকের পরিমাণ কমানোর জন্য প্রতিশ্রুতি দিয়েছে। বেশিরভাগই ভবিষ্যতে লক্ষ্যপূরণ করতে পারবে না।

ডয়চে ভেলেকে ২৪টি কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে ১৬টি পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়ে প্যাকেজিং তৈরির প্রতিশ্রুতি দিয়েছে।

কোপেইও বলেন, "যদি এই পণ্যগুলি আলাদাভাবে সংগ্রহ করার জন্য কোন অবকাঠামো না থাকে, তাহলে সেগুলি পুনর্ব্যবহার করা যাবে না।" হ্রাসযোগ্য পচন সম্ভব, এমন পণ্যগুলির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তিনি বলেন, "বেলজিয়ামে, আমাদের কাছে কম্পোস্টেবল বা বায়োডিগ্রেডেবল আইটেমগুলির জন্য আলাদা ব্যবস্থা নেই। শুধু মিশ্র-বর্জ্যের বিনে রয়ে যায় এগুলি।"

প্লাস্টিক উৎপাদনকারীরা বিশেষ করে কার্যকর পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছে।

নথিভুক্ত প্রতিশ্রুতিগুলির এক-তৃতীয়াংশে, কোম্পানিগুলি তাদের প্যাকেজিংয়ে আরো পুনর্ব্যবহৃত প্লাস্টিক অন্তর্ভুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উদাহরণস্বরূপ, ইতালির ফেরেরো, ২০১০ সালে সেকেন্ডারি প্যাকেজিংয়ে ব্যবহৃত পুনর্ব্যবহারযোগ্য পিইটি-এর পরিমাণ বাড়ানো শুরু করে৷ সুইস কোকা-কোলা বোতলজাতকরণ সংস্থা কোকা-কোলা এইচবিসি ২০১৮ সালে ঘোষণা করার পর ২০১৯ সালেই চারটি জলের ব্র্যান্ডের জন্য ১০০ ভাগ পুনর্ব্যবহৃত পিইটি থেকে তৈরি একটি বোতল চালু করেছিল।

 প্রতিশ্রুতি পরিবর্তনের জন্য যথেষ্ট নয়

সামগ্রিকভাবে, পুনর্ব্যবহৃত প্লাস্টিকের চাহিদা কম এবং দাম বেশি, যার মানে হলো কোম্পানিগুলির জন্য সদ্য উত্পাদিত প্লাস্টিক ব্যবহার বেশি লাভজনক।

স্বেচ্ছাসেবা সংক্রান্ত উদ্যোগ এর জন্য যথেষ্ট নয়। ব্রাসেলসের চেঞ্জিং মার্কেটস ফাউন্ডেশনের প্রচারাভিযান পরিচালক নুসা আরবানসিকের মত এমনই। তিনি বলেন, প্লাস্টিকের উপর আরো কঠোর আইন প্রণয়ন জরুরি কারণ কর্পোরেটগুলি দায়িত্বজ্ঞানহীন কাজ করে।

তার কথায়, "সমাধানের জন্য কোম্পানিগুলি অর্থ, ক্ষমতা এবং সংস্থান ব্যবহার করার পরিবর্তে, উল্টো কাজ করে। স্বেচ্ছাসেবা সংক্রান্ত প্রতিশ্রুতিগুলিকে সামনে রেখে তার অপব্যবহার করা হয়।"

তার দাবি, স্বেচ্ছাসেবা সংক্রান্ত প্রতিশ্রুতিগুলি একটি সচেতন কৌশল যা আইনের দ্রুত প্রয়োগকে বিলম্বিত এবং বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়।

পুনর্ব্যবহৃত পিইটি নিয়ে আইন

প্লাস্টিক উৎপাদকদের চাপ সত্ত্বেও, ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি প্লাস্টিক সংক্রান্ত আইন পাস করেছে। সিঙ্গল ইউজ প্লাস্টিক সংক্রান্ত নিয়ম অনুযায়ী প্লাস্টিকের ব্যাগ, কাঁটাচামচ, থালা বা স্ট্র ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত কোনো দেশের বাজারে বিতরণ করা যাবে না। আফ্রিকার দেশগুলি আগেই পথ দেখিয়েছে। ইরিত্রিয়া ২০০৫ সালে, রুয়ান্ডা ২০০৮ সালে এবং মরক্কো ২০০৯ সালে সালে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করেছিল৷

ইউরোপীয় ইউনিয়নের নির্দেশনায় ২০২৫ সালের মধ্যে পিইটি বোতলগুলিতে কমপক্ষে ২৫ শতাংশ পুনর্ব্যবহৃত প্লাস্টিক এবং ২০৩০ সালের মধ্যে সমস্ত বোতলগুলিতে ৩০ শতাংশ পুনর্ব্যবহৃত প্লাস্টিক ব্যবহারের লক্ষ্যমাত্রা নেয়া রয়েছে।

প্লাস্টিক সংক্রান্ত প্রতিশ্রুতিগুলি দ্রুত বৃদ্ধি পাওয়ার একটি কারণ সম্ভবত নতুন আইন। আরবানসিক বলেন, "সংস্থাগুলিকে উপলব্ধি করেছে প্রতিশ্রুতি পূরণে প্রচেষ্টা বাড়াতে হবে।" তিনি বলেন, কোম্পানিগুলি নিজেরাই আইনি বাধ্যবাধকতা পূরণে সহায়তা করার জন্য আরো ভালো পুনর্ব্যবহারযোগ্য সিস্টেম চাইছে।

স্বেচ্ছাসেবা সংক্রান্ত প্রতিশ্রুতির ইতিবাচক দিক

পাবলিক ডেটাবেসে কোম্পানির স্বেচ্ছাসেবা সংক্রান্ত প্রতিশ্রুতিগুলি লিপিবদ্ধ করতে একাধিক উদ্যোগ নেয়া হচ্ছে, ফলে সবটাই জনগণের চোখের সামনে থাকবে। ইউরোপিয়ান সার্কুলার ইকোনমি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের আওতায় এই যাবতীয় প্রতিশ্রুতি রাখা হচ্ছে। যুক্তরাজ্যের অ্যালেন ম্যাকআর্থার ফাউন্ডেশন তার গ্লোবাল কমিটমেন্ট প্রোগ্রামেও এ বিষয়ে উদ্যোগ নিয়েছে।

কিন্তু সমস্যা হলো একেক কোম্পানি একেকরকম লক্ষ্যমাত্রার কথা বলছে। ইউনিলিভার বলছে, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত নতুন উত্পাদিত প্লাস্টিকের ব্যবহার তারা ৫০ শতাংশ কমিয়ে দেবে, ফেরেরো মাত্র ১০ শতাংশের প্রতিশ্রুতি দিয়েছে, ফরাসি ওয়াইন এবং পানীয় কোম্পানি পি রিকার্ড মাত্র পাঁচ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছে।

আরবানসিক বলেন, "কোম্পানিগুলি তাদের মৌলিক তথ্য প্রকাশ করতে বাধ্য নয়।  যে ডেটা প্রকাশিত হয় তা স্বাধীনভাবে যাচাই করা হয় না।"  চেঞ্জিং মার্কেটসের পরামর্শ স্বেচ্ছাসেবা সংক্রান্ত উদ্যোগ হোক ন্যূনতম। সবাই নিয়মিত তাদের অগ্রগতি রিপোর্ট করুক।

আগামী কয়েক বছরে সার্কুলার ইকোনমি অ্যাকশন প্ল্যানের আওতায় প্লাস্টিক আইন বাস্তবায়নের পরিকল্পনা করছে ইইউ। এরর মধ্যে প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য লক্ষ্যমাত্রা এবং প্যাকেজিং বর্জ্য এড়ানোর ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। আইনের বদল অত্যন্ত জরুরি। কারণ সারা বিশ্বে প্লাস্টিক উত্পাদন বেড়ে চলেছে এবং আগামী কয়েক দশকে তা বাড়তে পারে, এমন পূর্বাভাস রয়েছে। এই বৃদ্ধি কমাতে অন্যান্য দেশগুলিকে অনুসরণ করতে হবে।

আইন, জনসাধারণের কাছে জবাবদিহি করা এবং ভোক্তাদের চাহিদা সবমিলিয়ে যখন কোম্পানিগুলি চাপে পড়ে তখন তারা কৌশল পরিবর্তন করে। ২০২৫ সালে কোম্পানিগুলিকে জানাতে হবে, বর্তমান সময়ে দেয়া প্লাস্টিক সংক্রান্ত প্রতিশ্রুতিগুলির কতটা তারা রাখতে পেরেছে। সেটাই আসল লিটমাস টেস্ট।

কিরা শাত্শ/আরকেসি

(জুলিয়া মার্ক এই তদন্তমূলক প্রতিবেদনের গবেষণায় অবদান রেখেছেন।

এই প্রকল্পটি ইউরোপীয় ডেটা জার্নালিজম নেটওয়ার্কের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের সহযোগিতায় করা হয়েছে। ডিডাব্লিউ যখন প্রকল্পের নেতৃত্বে ছিল, তখন অল্টারনেটিভস ইকোনমিক্স, ইউরাকটিভি, ইন্টারাপ্টর, ওবিসি ট্রান্সইউরোপা, ওপেনপোলিস এবং পড ক্রোটো তার অংশীদার ছিল)