প্লাস্টিক কারখানায় আগুন: ছয় জনের লাশ উদ্ধার
১৫ আগস্ট ২০২২সোমবার বিকেলে ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ৷
ডেইলি স্টারকে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজলুর রশীদ বলেন, 'এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ তাদের মধ্যে একজনের চেহারা চেনা গেছে৷ বাকি ৫ জনের শরীর যেভাবে দগ্ধ হয়েছে, তাদের চেনা যাচ্ছে না৷ তাদের সবাইকে শোয়া অবস্থায় পাওয়া গেছে৷ ধারণা করা হচ্ছে, তারা ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়েছেন৷' ঘটনাস্থলে আরও মরদেহ আছে কি না তার খোঁজ চলছে বলেও জানান তিনি৷
সোমবার দুপুরে কামালবাগের দেবীদাস ঘাট এলাকার চারতলা ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা ১২টার দিকে কামালবাগের দেবীদ্বার ঘাট এলাকার ওই পলিথিন কারখানায় আগুন লাগার খবর পান তারা৷
‘‘দ্রুত সময়ের মধ্যে আগুন নেভানোর জন্য সেখানে ১০টি ইউনিট পাঠানো হয়েছে৷ প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি৷’’
ওই কারখানায় কীভাবে আগুনের সূত্রপাত হল, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা৷
আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে৷ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে৷ ফায়ার সার্ভিস সূত্র এ তথ্য জানিয়েছে৷
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বেলা পৌনে একটায় প্রথম আলোকে বলেন, আজ দুপুর ১২টায় লালবাগের চকবাজারের দেবীদ্বার ঘাটে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে৷ পরে আগুন একটি রেস্তোরাঁতেও ছড়িয়ে পড়ে৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লালবাগ, সদরঘাট ও কেন্দ্রীয় কার্যালয় থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে গেছে৷ আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি৷
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন প্রথমে প্লাস্টিক কারখানায় লাগলেও পরে এটি ছড়িয়ে পড়ে৷ বেলা পৌনে একটায় কীভাবে আগুন লাগার ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি ৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলো,ডেইলি স্টার)