নির্বাচিত সরকার প্রয়োজন
২২ সেপ্টেম্বর ২০১৫‘ক্রসফায়ার' নিয়ে বলতে গিয়ে বাংলাদেশের সর্বশেষ জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন পাঠক৷ তাঁদের একজন মোহাম্মদ আলতাফ৷ তিনি লিখেছেন, ‘‘বর্তমানে বাংলাদেশের যে করুণ অবস্থা, তাতে হাতি থেকে শুরু করে পিঁপড়া পর্যন্ত অবৈধ কাজ করতে সাহস পাচ্ছে৷ কারণ বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে সরকার৷ যেখানে সরকারই অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, সেখানে তো সবাই সুযোগ নিবেই৷''
আরেক পাঠক মো. সাইফুল ইসলাম মনে করেন, ‘‘‘নির্বাচিত সরকার' ক্ষমতায় আসলে এধরনের পরিস্থিতি থাকবে না৷ কেন না নির্বাচিত ‘‘সরকার কোনো বাহিনীর উপর নির্ভরশীল নয়৷''
সরকারের পাশাপাশি সরকারি কর্মকর্তা, কর্মচারীদের অবস্থান কী হওয়া উচিত তা-ও জানিয়েছেন পাঠকরা৷ এসএম জালাল উদ্দিন লিখেছেন, ‘‘সরকারি কর্মকর্তা, কর্মচারীরা কোনো দল বা গোষ্ঠীর দালালি না করলে, আইন নিরপেক্ষভাবে আইনের গতিতে চললে ক্রসফায়ার থাকবে না৷''
ডয়চে ভেলের আরেক পাঠক মনে করেন সরকারি পদে থাকলে এবং সেই পদ থেকে অবসরের পরও যেন রাজনীতি করা না যায় সেই ব্যবস্থা করা উচিত৷ ফজল মাহমুদ লিখেছেন, ‘‘সরকারি পদে থাকলে যেমন রাজনীতি করা যায় না, তেমনি অবসর গ্রহণের পরও রাজনীতি করতে পারবে না আইন করা উচিত৷ তাহলে গাছের খেয়ে তলারটা টোকাতে পারবে না, আমলা ভূমিকা বন্ধ হবে৷ রাজনীতিবিদ ও রাজনীতিকে নিরপক্ষভাবে দেশ ও জনগণের হতে হবে৷ তাহলেই বিচারবহির্ভূত হত্যা বন্ধ হবে৷''
পাঠক তাপস শিকদার অবশ্য মনে করেন, ‘ভালো মানুষের' ক্রসফায়ার হয় না৷ তিনি লিখেছেন, ‘‘নূন্যতম ১-২টা খুন না করলে তো খুনি হিসাবে আত্মপ্রকাশই ঘটে না, আর এদের ১-৫ নং গ্রুপ থাকে, গ্রুপের প্রধানকে ধরলে তার বিরুদ্ধে কে সাক্ষী দিতে যাবে! প্রধানকে বাঁচাতে বাকি গ্রুপগুলো কি সাক্ষীর চৌদ্দগুষ্ঠির কোনো অস্তিত্ব রাখবে?''
আইন-শৃঙ্খলা বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার না করা জরুরি বলে মনে করেন এম এইচ রিপন৷ ডয়চে ভেলের এই পাঠক লিখেছেন, ‘‘দেশে যত আইন-শৃঙ্খলা বাহিনী আছে, তাদেরকে দলীয় স্বার্থে ব্যবহার না করে যদি দেশের জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে নিয়োজিত করে এবং তারা যত কর্মকাণ্ড করবে তা যেন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা দ্বারা পর্যবেক্ষণ করা হয়৷ পরিশেষে তাদেরকে রাজনীতির কালো ছায়া থেকে দূরে রাখতে পারলে তবেই বিচারবর্হিভূত হত্যাকাণ্ড বন্ধ হবে বলে আমি মনে করি৷''
আপনি কি এ সব মতামতের সঙ্গে একমত পোষণ করছেন? নাকি জানাতে চান আপনার মন্তব্য? এই পাতার নীচে রয়েছে মন্তব্য লেখার সুযোগ৷