1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

প্রেসিডেন্ট নির্বাচন: কলোরাডোয় বিরাট ধাক্কা ট্রাম্পের

২০ ডিসেম্বর ২০২৩

কলোরাডোর আঞ্চলিক সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী নির্বাচনে ট্রাম্প দাঁড়াতে পারবেন না। কনস্টিটিউশনাল ইনসারেকশন আইনের ধারায় এই নির্দেশ দিয়েছে তারা।

https://p.dw.com/p/4aN09
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প
কলোরাডো আদালতে ট্রাম্পের চাপছবি: Andrea Renault/ZUMA/picture alliance

২০২০ সালে জানুয়ারির ৬ তারিখে ক্যাপিটল হিলে কার্যত তাণ্ডব চালিয়েছিল ট্রাম্প-ভক্তরা। বিষয়টি নিয়ে এখনো একাধিক মামলা চলছে। ট্রাম্প ওই ঘটনায় সরাসরি যুক্ত, এমন অভিযোগও উঠেছে। তা নিয়েও মামলা চলছে। মঙ্গলবার কলোরাডোর সুপ্রিম কোর্ট সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ওই মামলায় দোষী বলে জানিয়েছে এবং সে কারণেই আগামী নির্বাচনে তিনি দাঁড়াতে পারবেন না বলে নির্দেশ জারি করেছে।

এর অর্থ কলোরাডোয় ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন লড়ার ব্যালট পাবেন না। আদালতে এই সিদ্ধান্ত অবশ্য সর্বসম্মত ছিল না। ৪-৩ ভোটে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত জানিয়েছে। অর্থাৎ, ট্রাম্পকে নির্বাচন লড়তে দেওয়ার পক্ষে তিনজন ছিলেন।

ট্রাম্পের মুখপাত্র অবশ্য জানিয়েছেন, কলোরাডোর এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক। এর বিরুদ্ধে দেশের সুপ্রিম কোর্টে আপিল করা হবে বলে তিনি জানিয়েছেন। সেখানে কনসারভেটিভদের দুই-তৃতীয়ংশ গরিষ্ঠতা আছে বলেও জানিয়েছেন তিনি।

ডনাল্ড ট্রাম্পের প্রচার মুখপাত্রও একটি স্টেটমেন্ট জারি করেছেন. সেখানে বলা হয়েছে, 'কলোরাডো সুপ্রিম কোর্টের বিচার সম্পূর্ণ ভুল। আমরা দ্রুত দেশের সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে আপিল করবো। এই নির্দেশ নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই।'

ট্রাম্পই প্রথম মার্কিন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী, যাকে এমন বিচারের মুখোমুখি হতে হলো। নিজেকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণার পর কোনো আদালত জানাচ্ছে যে তিনি প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না, অ্যামেরিকার ইতিহাসে এমনটা কখনো ঘটেনি।

এসজি/জিএইচ (এপি, রয়টার্স)