1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাণীর উপর পরীক্ষিত প্রসাধনী নিষিদ্ধ

১২ মার্চ ২০১৩

ইউরোপীয় ইউনিয়ন নতুন ধরনের কসমেটিকস পণ্য, যেসবে ব্যবহৃত বিভিন্ন উপাদান শুরুতে প্রাণীদেহে পরীক্ষা করা হয়েছে, সেগুলো নিষিদ্ধ করেছে৷ প্রাণী অধিকারবাদী সংগঠনগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে, তবে এখনো ফাঁক রয়ে গেছে৷

https://p.dw.com/p/17vTs
ছবি: picture-alliance/dpa

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সোমবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করে৷ ইইউ জানায়, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে এবং ইউরোপ বা ইউরোপের বাইরের যে দেশ থেকেই এসব প্রসাধনী আসুক না কেন, নিষেধাজ্ঞার আওতায় পড়বে৷ ফলে ইউরোপের ২৭টি দেশে পশুর উপর পরীক্ষিত প্রসাধন দ্রব্য আমদানি নিষিদ্ধ হয়ে গেল৷

বলা বাহুল্য, ইউরোপীয় ইউনিয়ন পশুর দেহে বিভিন্ন প্রসাধনী দ্রব্যের পরীক্ষা নিষিদ্ধ করেছিল আরো বহু আগে, সেই ২০০৪ সালে৷ কিন্তু সেই নিষেধাজ্ঞায় অনেক ফাঁক ছিল৷ বিশেষ করে নির্দিষ্ট কিছু উপাদানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল ছিল৷

Symbolbild Tierversuche
ছবি: picture-alliance/CTK Rene Volfik

ব্যতিক্রমও রয়েছে

সোমবারের ঘোষিত নিষেধাজ্ঞাতেও কিছু ব্যতিক্রম রাখা হয়েছে৷ ফলে প্রজননের ক্ষতি করতে পারে বা ত্বকে অতিরিক্ত জ্বালা সৃষ্টি করতে পারে, এরকম ঝুঁকি যেসব উপাদানে রয়েছে, সেগুলো আগে পশুর উপর পরীক্ষার সুযোগ এখনো সম্ভব থেকে যাচ্ছে৷ তাছাড়া যেসব উপাদান শুধু কসমেটিকস পণ্যে ব্যবহার করা হয় না, অন্যান্য শিল্পের জন্যও প্রয়োজন, সেগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না৷

তবে ইইউ'র এই নিষেধাজ্ঞায় সন্তুষ্ট নয় ইউরোপের প্রসাধনী শিল্পের সংগঠন ‘কসমেটিকস ইউরোপ'৷ সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘কিছু ঝুঁকি পরীক্ষায় বিকল্প উপায় না থাকায় নতুন ধরনের প্রসাধনী পণ্য তৈরি কষ্টকর হয়ে পড়বে৷''

সামগ্রিকভাবে এই নিষেধাজ্ঞার কারণে প্রসাধনী শিল্পের হাত থেকে ইঁদুর, খরগোশ এবং গিনিপিগ কিছুটা হলেও রেহাই পাবে৷ তবে প্রসাধনী পণ্যের ভোক্তারা দ্রুত কোন পরিবর্তন অনুধাবন করবেন না৷ কেননা, যেসব পণ্য নিষেধাজ্ঞা আরোপের আগে তৈরি হয়েছে, সেগুলো ইউরোপের বাজারে বিক্রি অব্যাহত থাকবে৷

উল্লেখ্য, ইসরায়েলেও প্রসাধনী পণ্য পরীক্ষায় জীবজন্তু ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে৷ প্রাণী অধিকারবাদী সংগঠনগুলো জানিয়েছে, ভারত এবং দক্ষিণ কোরিয়াও এধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে৷ তবে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম পরীক্ষায় কোন নিষেধাজ্ঞা নেই৷ ইইউ চাচ্ছে, এই দেশ দুটিও প্রাণীদেহের উপর পরীক্ষা নিষিদ্ধ করুক৷ এধরনের একটি আহ্বানও সোমবার প্রকাশ করেছে ইউনিয়নটি৷

এআই / এসি (ডিপিএ, এপি, রয়টার্স)