প্রতিবাদের ছবি
এক মাস হতে চলল প্রতিবাদ চলছে৷ এখনও আন্দোলনে অনড় জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা৷ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রাস্তা জুড়ে ছবি এঁকে প্রতিবাদ৷ সঙ্গে অনশন৷
আগুনে সংবিধান
নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি-র নামে কেন্দ্রীয় সরকার সংবিধানের অবমাননা করছে বলে অভিযোগ৷ ছবিতে সে কথাই বলছেন জামিয়া মিলিয়ার ছাত্ররা৷ তাঁদের আন্দোলন সংবিধানকে বাঁচানোর৷
রাস্তা জুড়ে ছবি
জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা ভরে গিয়েছে ছবিতে৷ সারা দিন সারা রাত ধরে ছবি এঁকেছেন ছেলেমেয়েরা৷
রং তুলি
রাস্তার উপর রং তুলি রেখে চলছে ছবি আঁকা৷ বিরক্ত হচ্ছেন না পথ চলতি মানুষও৷ রাস্তার যে দিকে ছবি আঁকা হচ্ছে, স্বেচ্ছায় সেই পথ এড়িয়ে অন্য লেন দিয়ে চলছে গাড়ি৷
আমরা, ভারতের মানুষ
সংবিধানের প্রস্তাবনা শুরু হয় এই কথা বলে-- 'আমরা, ভারতের মানুষ...'৷ সিএএ আন্দোলনের মূল স্লোগানই এটা৷ আমরা ভারতের মানুষ৷ রাস্তার উপরেও সে কথাই লেখা হচ্ছে৷
এবং অনশন
ছবি আঁকার পাশাপাশি রাস্তার উপর রিলে অনশনেও বসেছেন ছাত্রছাত্রীরা৷ জানানো হয়েছে, সরকার তাঁদের কথা না শোনা পর্যন্ত অনশন চলবে৷
5 ছবি
1 | 55 ছবি