প্রচণ্ড গরমে সৌদি আরবে হজ শুরু
বৃহস্পতিবার থেকে হজের কার্যক্রম শুরু হয়েছে৷ হজের সময়টায় মক্কা-মদিনার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার কথা৷ তাই হজ পালনকারীদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়৷
তীব্র গরম
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের প্রধান আয়মান গুলাম জানিয়েছেন, হজের সময় মক্কা ও মদিনার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৫ থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে৷ মক্কায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে৷
বার্তা প্রেরণ
বৃহস্পতিবার হজ পালনকারীদের কাছে টেক্সট মেসেজ পাঠিয়ে বলা হয়েছে, তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে৷ সে কারণে নিয়মিত ও দিনে দুই লিটারের বেশি পানি পান এবং সঙ্গে সবসময় ছাতা রাখার পরামর্শ দেওয়া হয়েছে৷ গরমের ক্লান্তি দূর করতে মাঝেমধ্যে বিশ্রাম নিতে বলা হয়েছে৷
গতবছরের পরিসংখ্যান
২০২৩ সালে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস উঠে গিয়েছিল৷ সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-আবদুলালি এএফপিকে জানান, গতবছর ১০ হাজারের বেশি গরমজনিত অসুস্থতা লিপিবদ্ধ করা হয়েছিল৷ এরমধ্যে ১০ শতাংশ ছিল হিট স্ট্রোক৷
ব্যবস্থা গ্রহণ
প্রচণ্ড গরম থেকে হজ পালনকারীদের স্বস্তি দিতে সৌদি সরকার কিছু ব্যবস্থা গ্রহণ করেছে৷ যেমন মক্কা ও মদিনার সব মূল চত্বরে মিস্টিং সিস্টেম বসানো হয়েছে, পোর্টেবল পানির স্টেশনের ব্যবস্থা করা হয়েছে৷ মসজিদের মেঝে ও আশেপাশে স্থাপন করা তাঁবুতে এসির ব্যবস্থা করা হয়েছে৷ আর হাঁটার রাস্তা ঠাণ্ডা রাখারও ব্যবস্থা করা হয়েছে৷
হজে গিয়ে বাংলাদেশিদের মৃত্যু
প্রথম আলোতে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবে এবার হজ পালন করতে গিয়ে স্বাভাবিক কারণে ঐ সময় পর্যন্ত ১৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে৷ তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও ১ জন নারী৷ মক্কায় মারা গেছেন ১১ জন ও মদিনায় ৪ জন৷ ধর্ম মন্ত্রণালয়ের হিসেবে ২০২৩ সালে হজে গিয়ে ১১৭ জন বাংলাদেশি মারা গিয়েছিলেন৷