1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যালেস্টাইনী দুই গোষ্ঠী হামাস ও ফাতাহ এর মধ্যে ভ্রাতৃযুদ্ধ

সংবাদভাষ্য: পেটার ফিলিপ/ আবদুস সাত্তার৫ আগস্ট ২০০৮

ফিলিস্তিনি দুই গোষ্ঠী হামাস ও ফাতাহ এর মধ্যেকার বর্তমান ভ্রাতৃযুদ্ধের ফলে ফাতাহ এর সদস্যরা এমনকি পালিয়ে ইসরায়েলে চলে যেতে বাধ্য হচ্ছে তাঁদের জীবন রক্ষার জন্য- মধ্যপ্রাচ্য সংকটের অর্থহীনতাই এতে প্রতিফলিত হচ্ছে৷

https://p.dw.com/p/Er56
হামাস ও ফাতাহ এর মধ্যে ভ্রাতৃযুদ্ধছবি: picture alliance / dpa

ফিলিস্তিনি দুই গোষ্ঠীর মধ্যেকার বর্তমান ভ্রাতৃযুদ্ধ দুই হাজার সাত সালের জুন মাসে ইসলামি হামাস যখন গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করে যুদ্ধের মাধ্যমে এটা তারই দ্বিতীয় সংস্করণ৷ যেহেতু গাজার সার্বিক নিয়ন্ত্রণে রয়েছে ইসলামি গোষ্ঠী হামাস তাই সেই গোষ্ঠী ও ফাতাহ এর মধ্যেকার বর্তমান যুদ্ধকে শুধুমাত্র ক্ষমতার লড়াই বলা যাবে না৷ এতে প্রতিফলিত হচ্ছে আরো বেশি কিছু অর্থাত্‌ গাজা ভু-খন্ডের অরাজক পরিস্থিতি তথা সমগ্র প্যালেস্টাইনী অঞ্চলের অরাজক পরিস্থিতি৷ গাজা এলাকা থেকে দুই হাজার পাঁচ সালের শরতে ইসরায়েলী সৈন্য প্রত্যাহারের মাধ্যমেও এই সমস্যার সমাধান হয় নি৷

Hamas Sicherheitstrupp
এই ভ্রাতৃযুদ্ধ আর কতদিন?ছবি: AP

বর্তমান সহিংসতা শুরু হয় কয়েকদিন আগে হামাস গোষ্ঠীর একটি হামলা থেকে৷ কারা এই হামলার পেছনে ছিল তা জানা যায় নি তবে হামাস দায়ী করছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এর ফাতাহ গোষ্ঠীকে৷ তাই হামাস গাজায় ফাতাহ এর সমর্থকদের ওপর চড়াও হয়৷ ফলে অনেকে আহত হয় ,অনেককে গ্রেফতার করা হয়, অনেককে নিপীড়ন করা হয়৷ অনেকে পালাতে বাধ্য হয় এমনকি ইসরায়েলে৷ ফাতাহ এর এই সব সদস্য তাদের ফিলিস্তিনি ভাই হামাস এর চেয়ে ইসরায়েলীদেরই বেশি নিরাপদ মনে করে৷ ইসরায়েল এবং মাহমুদ আব্বাস জানেন না এদেরকে নিয়ে কি করবেন? কিছু শরণার্থীকে ফেরত পাঠানো হয়েছে৷ অনেককে পশ্চিম তীরের জেরিকো শহরে আশ্রয় দেয়া হয়েছে৷ আহতরা ইসরায়েলী হাসপাতালে চিকিত্‌‌সাধীন রয়েছে৷

সে যাই হোক, ফাতাহ ও হামাস গোষ্ঠীর মধ্যেকার ক্রমবর্ধমান সহিংসতা রোধে এবং তাদের ব্যবধান দূর করতে মিশর, কাতার এবং অন্যান্য আরব দেশ যে প্রচেষ্টা চালায় তা নিকট ভবিষ্যতেও ফলপ্রসু হবে বলে মনে হয় না৷