1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তন

২৮ নভেম্বর ২০১৫

ফ্রান্সের প্যারিসে সোমবার থেকে জাতিসংঘের আয়োজনে শুরু হতে যাচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন৷ বিশ্বকে বাঁচাতে একটি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সেখানে উপস্থিত হবেন বিশ্বনেতারা৷

https://p.dw.com/p/1HDJR
Schwäbische Alb - Filsenberg bei Mössingen
ছবি: imago/Arnulf Hettrich

১২ দিনব্যাপী এই সম্মেলন শুরুর আগে কয়েকটি তথ্য জেনে নেয়া যেতে পারে৷ ইউনিসেফ-এর হিসেবে, বিশ্বের প্রায় ৫৩ কোটি শিশু মাত্রাতিরিক্ত বন্যাপ্রবণ এলাকায় বাস করে৷ এর মধ্যে ৩০ কোটি শিশু বাস করে এমন দেশগুলোতে যেখানকার অর্ধেক বা তারও বেশি মানুষ দরিদ্র৷ এছাড়া প্রায় ১৬ কোটি শিশুর বাস অত্যধিক খরাপ্রবণ অঞ্চলে৷ আর ১৫ কোটি শিশুর বাস এমন সব এলাকায় যেগুলোতে সাইক্লোনের প্রবণতা রয়েছে৷

একটি সংক্ষিপ্ত ইমেল পাঠানো মানে বায়ুমণ্ডলে ৪ গ্রাম কার্বন-ডাই অক্সাইড ছড়িয়ে দেয়া৷ সে হিসেবে ৬৫টি ইমেল পাঠানো মানে আপনি একটি মাঝারি আকারের গাড়ি এক কিলোমিটার চালিয়ে পরিবেশের যে ক্ষতি করতেন, সেটা করা৷

বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে, আগামী ১৫ বছরে বিশ্বের আরও প্রায় ১০ কোটি মানুষকে দরিদ্রতার দিকে ঠেলে দেয়ার ক্ষমতা আছে জলবায়ু পরিবর্তনের৷

১৯৯৫ সাল থেকে ২০১৪ পর্যন্ত বিশ্বের দেশগুলো জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা কতটা অর্জন করেছে তার হিসাব করেছে নোত্র দাম বিশ্ববিদ্যালয়৷

এবার প্রসঙ্গ বাংলাদেশ৷ জলবায়ু পরিবর্তনের শিকার হওয়া দেশের তালিকায় নাম আছে বাংলাদেশের৷ প্যারিস সম্মেলনকে ঘিরে ব্রিটেনের চ্যানেল ফোর বাংলাদেশের উপর একটি প্রতিবেদন তৈরি করেছে৷ এতে বলা হয়, বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যেই বেশ ভালভাবে পড়েছে৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান