1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি কর্মীদের বিরুদ্ধে মামলা

২৭ মে ২০২২

খুলনায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির আট শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

https://p.dw.com/p/4BwER
ছবি: bdnews24.com

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমকে খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন জানান, এসআই বিশ্বজিত কুমার বোস ৯২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরো ৮০০ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে এ মামলা করেছেন।

ওইদিন বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত নগরের সদর থানা ও কেডি ঘোষ সড়কের বিএনপি কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলে। এতে দুপক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন বলে তারা দাবি করছেন। এছাড়া তিনজন সাংবাদিকও আহত হন বলে জানিয়েছে পুলিশ।

ওসি হাসান জানান, বিএনপির সমাবেশ চলাকালে তাদের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করে। এছাড়া তারা ভাংচুর চালায় ও সরকারি কাজে বাধা দেয়। এ কারণে এই মামলা করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থল থেকে আটক মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৩৭ জন নেতা-কর্মীকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার অভিযোগ, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। সেখানে পুলিশ ছাত্রলীগ এক হয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে তাদের অর্ধ শতাধিক নেতা-কর্মী আহত হন। অথচ পুলিশ উল্টো তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে।

অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন বলেন, ‘‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে খুলনা নগর ও জেলা ছাত্রলীগ। মিছিলটি পিকচার প্যালেস মোড় অতিক্রমের সময় ‘বিনা উসকানিতে’ বিএনপি হামলা চালায়। এ সময় ছাত্রলীগের অন্তত ১২ নেতা-কর্মী আহত হয়েছেন।’’

অভ্যন্তরীণ কোন্দলের জেরে বিএনপির নেতা-কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করে চেয়ার ও স্টেজ ভাঙচুর করেছে বলে এ ছাত্রলীগ নেতার ভাষ্য।

এএস/ এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য