বহুবিবাহের প্রবণতা বাড়াচ্ছে যে অ্যাপ
৭ অক্টোবর ২০১৭ইন্দোনেশিয়ায় পুরুষদের বহুবিবাহে সহায়তা করছে একটি অ্যাপ৷ অ্যাক্টিভিস্টরা অবশ্য এমন অ্যাপের বিরোধিতা করে বলছেন, এটি বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান বাস করা দেশটিতে লিঙ্গবৈষম্য বাড়াচ্ছে৷
ইন্দোনেশিয়ায় একজন পুরুষ চাইলে চারটি বিয়েও করতে পারেন, যদিও নারীর ক্ষেত্রে এই অধিকার শুধুমাত্র একটি বিয়ের মধ্যে সীমাবদ্ধ৷ এমন চর্চার বিরোধীরা তাই আগে থেকেই সক্রিয়৷ আর নতুন এক অ্যাপ বাজারে আসায় বিষয়টি জটিল আকার ধারণ করেছে৷
এমন নয় যে, বহুবিবাহ নতুন কিছু৷ বরং বিভিন্ন গবেষণায় দেখা গেছে, হাজার হাজার বছর ধরেই এই চর্চা চলে আসছে৷ তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক দেশে বহুবিবাহ নিষিদ্ধ হয়েছে৷ শুধুমাত্র মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কয়েকটি দেশসহ এশিয়ার মুসলিমপ্রধান কয়েকটি দেশে এই চর্চা এখনো রয়ে গেছে৷ ইন্দোনেশিয়া সেসব দেশের একটি, যেখানে একজন পুরুষের একাধিক বিয়ের সুযোগ রয়েছে৷
বহুবিবাহের ক্ষেত্রে মুসলিমপ্রধান দেশগুলোতে মূলত ধর্মের কথা বলা হয়৷ কেননা, ইসলাম ধর্ম অনুযায়ী, একজন ব্যক্তি চারটি পর্যন্ত বিয়ে করতে পারেন, যদি তার সব স্ত্রী-কে সমানভাবে ভরনপোষণের ক্ষমতা থাকে৷
ইন্দোনেশিয়ার ২৫০ মিলিয়ন মানুষের মধ্যে আশি শতাংশের বেশি মুসলমান৷ দেশটিতে বহুবিবাহের হার কতটা, তা সঠিকভাবে জানার উপায় নেই, কারণ, অনেক বিয়েই নিবন্ধন করা হয় না৷ যদিও দেশটিতে মধ্যপ্রাচ্যের মতো বহুবিবাহের হার নেই, তাসত্ত্বেও সংখ্যাটি নেহাত কম নয় বলে মনে করেন পর্যবেক্ষকরা৷
মুঠোফোন অ্যাপ নির্মাতা লিন্ডু প্রনায়মা সম্প্রতি একটি অ্যাপ বাজারে ছেড়েছেন, যা বহুবিবাহে আগ্রহী পুরুষদের সম্ভাব্য স্ত্রী খুঁজতে সহায়তা করে৷ ‘আয়ুপলিগামি'নামের অ্যাপটি ইতোমধ্যে দশ হাজারের বেশিবার ডাউনলোড হয়েছে৷ ‘আয়ুপলিগামি' কথাটির অর্থ ‘চলুন বহুবিবাহ করি৷'
‘‘বর্তমানে অনেক পুরুষ বহুবিবাহে আগ্রহী, কিন্তু গতানুগতিক ডেটিং সাইটগুলোতে তাদের জন্য প্রয়োজনীয় অপশনগুলো নেই৷ এসব সাইটে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়ে করার অপশন রাখা হয়নি,'' নিজের অ্যাপের গুরুত্ব বোঝাতে বলেন প্রনায়মা৷ তাঁর অ্যাপটি গত এপ্রিলে বাজারে ছাড়া হয়৷ ইন্দোনেশিয়ায় অনেকে এটিকে ডেটিং অ্যাপ টিন্ডারের সঙ্গে তুলনা করেছেন৷
তবে অ্যাক্টিভিস্টদের সমালোচনার কারণে সম্প্রতি অ্যাপটির নতুন এক সংস্করণ বাজারে ছেড়েছেন প্রনায়মা৷ এতে বহুবিবাহে আগ্রহী পুরুষদের আসল পরিচয় জানতে তাদের পরিচয়পত্র সংগ্রহের পাশাপাশি বর্তমানবৈবাহিক অবস্থা সম্পর্কে আরো স্বচ্ছ তথ্য প্রকাশের সুযোগ রাখা হয়েছে৷ তাছাড়া, বহুবিবাহের জন্য প্রথম স্ত্রী'র লিখিত অনুমতিপত্রও অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আবশ্যক বলে উল্লেখ করা হয়েছে৷
শ্রীনিবাস মজুমদারু / এআই