পারলেন না রোনাল্ডো, ইউরো থেকে বিদায় পর্তুগালের
হেরে গেল পর্তুগাল। বেলজিয়ামের কাছে। ইউরো থেকে বিদায়। চেক রিপাবলিকের কাছে হারল নেদারল্যান্ডসও।
পারলেন না সিআর সেভেন
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা সিআর সেভেন পারলেন না। বেলজিয়মের কাছে এক গোলে হেরে গেল পর্তুগাল। ইউরো থেকে বিদায় নিতে হলো তাদের।
অসাধারণ গোল
থোরগ্যান অ্যাজারের অসাধারণ গোল। প্রায় ২৫ গজ দূর থেকে তিনি বাঁক খাওয়ানো শটে গোল করেন। গোলের পর বেলজিয়াম ফুটবলারদের উচ্ছ্বাস।
রোনাল্ডোকে আটকে দিয়ে
রোন্যাল্ডোর পিছনে অন্তত দুই-তিন জন বেলজিয়ান প্লেয়ার সবসময় ছিলেন। যাতে রোনাল্ডো ভয়ংকর হয়ে উঠতে না পারেন। তা সত্ত্বেও পর্তুগাল গোলের সুযোগ পেয়েছিল। কাজে লাগাতে পারেনি।
ইউরোয় শেষ ম্যাচ?
রোনাল্ডো কি ইউরোয় শেষ ম্যাচ খেলে ফেললেন? পর্তুগালের হারের পর এই প্রশ্ন সাবেক ভারতীয় ফুটবলার আই এম বিজয়নের। এই প্রশ্নের জবাব ভবিষ্যৎ দেবে। আপাতত বলা যায়, দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা হতে তাকে আরেকটু অপেক্ষা করতে হবে।
বেলজিয়ামের কৌশল
বেলজিয়ামের কোচ স্পেনের রবের্তো মার্তিনেস ৩-৪-২-১ ছকে টিম সাজিয়েছিলেন। সামনে লুকাকু। একটু রক্ষণাত্মক ছক। এই ছকেই পর্তুগালের খেলার ছন্দ নষ্ট করতে চেয়েছিলেন তিনি। সফলও হয়েছেন।
নেদারল্যান্ডস হারল
চেক রিপাবলিকের কাছে দুই গোলে হারল নেদারল্যান্ডস। ৫৫ মিনিটে নেদারল্যান্ডসের ম্যাথিয়াস ডি লাইট লাল কার্ড দেখেন। তারপর চেক আক্রমণ আরো তীব্র হয়। চেক রিপাবলিক এদিন যা খেলেছে, তাতে তারা ইউরোতে আরো এগিয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।