পানি বাঁচাতে অস্ট্রেলিয়ায় ১০ হাজার উট হত্যা
পাঁচ দিন ধরে দক্ষিণ অস্ট্রেলিয়ায় প্রায় ১০ হাজার উট হত্যা করছে অস্ট্রেলিয়া৷ চলমান দাবানলের কারণে নিজেদের আবাসস্থল ছেড়ে আদিবাসীদের শহরে চলে আসছে উটের দল৷ এ অবস্থা ঠেকাতে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত৷
আদিবাসী এলাকা
দক্ষিণ অস্ট্রেলিয়ার এপিওয়াই এলাকাটিতে প্রায় ২,৩০০ আদিবাসীর বাস৷ অস্ট্রেলিয়ায় চলমান দাবানল এখনো শহরটি থেকে বেশ কিছুটা দূরে৷ কিন্তু আগুন যেভাবে ছড়াচ্ছে, তাতে এই এলাকাও বেশিদিন নিরাপদ নয়৷
কেন এ সিদ্ধান্ত
দাবানলের কারণে উটের পালের স্বাভাবিক বাসস্থানে দেখা দিয়েছে পানির সংকট৷ ফলে বিপুল সংখ্যক উট শহরের দিকে চলে আসছে, আদিবাসীদের পানি এবং খাবারে হামলা চালাচ্ছে৷ কোথাও কোথাও উটের মরদেহ পানি দূষিত করে ফেলছে৷
উটের সংখ্যা
ধারণা করা হয় বিশ্বের সবচেয়ে বেশি বুনো উটের আবাসস্থল অস্ট্রেলিয়া৷ সঠিক সংখ্যা জানা না থাকলেও অস্ট্রেলিয়ার মধ্যবর্তী মরু এলাকায় প্রায় ১০ লাখ উট ঘুরে বেড়ায় বলে ধারণা সংশ্লিষ্টদের৷
অস্ট্রেলিয়ায় যেভাবে এলো উট
উট অস্ট্রেলিয়ার প্রাণী না৷ ফলে এ অঞ্চলে উটের কোনো স্বাভাবিক খাবারও নেই৷ একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল অস্ট্রেলিয়া৷ তখনই আফ্রিকায় ব্রিটিশ উপনিবেশ বর্তমানে স্বঘোষিত সোমালিল্যান্ড থেকে উট সেখানে নিয়ে যাওয়া হয় বলে মনে করা হয়৷ কেউ কেউ ভারত, আফগানিস্তান বা মধ্যপ্রাচ্য থেকে অস্ট্রেলিয়ায় উট নেয়া হয়েছে বলেও মনে করেন৷
কিভাবে চলছে অভিযান
হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে মারা হচ্ছে বুনো উট৷ প্রথম দিনে প্রায় দেড় হাজার উট মারা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ তবে এ প্রক্রিয়ায় উটকে কোনো কষ্ট দেয়া হচ্ছে না বলে দাবি সংশ্লিষ্টদের৷ প্রশিক্ষিত স্নাইপারদের সহায়তা করছেন পরিবেশ বিভাগের কর্মকর্তারা৷
সোমালিল্যান্ডের ক্ষোভ
অস্ট্রেলিয়ার এমন পদক্ষেপকে ‘নির্মম’ বলে আখ্যা দিয়েছে আফ্রিকার সোমালি উট পালক সমিতি৷ উট হত্যা না করে বরং তাদের যেখান থেকে নেয়া হয়েছিল, সেখানে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন সমিতির চেয়ারম্যান মোস্তাফে কালি দিক৷