পাকিস্তানের করাচিতে বন্দুকধারীদের হামলা
২৯ জুন ২০২০পাশাপাশি একজন সহকারি পুলিশ কর্মকর্তা, চারজন নিরাপত্তারক্ষী ও একজন নিরস্ত্র নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা শারজিল খাড়াল৷ ‘‘নিরাপত্তা বাহিনীর হাতে সন্ত্রাসীদের চারজনই নিহত হয়েছে,’’ বলেন তিনি৷ এর আগে করাচি পুলিশ প্রধান গোলাম নবী মেমন বলেছেন, ‘‘হামলাকারীদের চারজন নিহত হয়েছে, রুপালি রংয়ের করোলা কারে করে তারা এসেছিল৷’’
ভবনটির অবস্থান করাচির উচ্চ নিরাপত্তা অঞ্চলে৷ কেন্দ্রীয় ব্যাংকসহ বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকেরও প্রধান কার্যালয় রয়েছে সেখানে৷ স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সকাল দশটার দিকে হামলার ঘটনাটি ঘটে৷ হামলাকারীরা ভবনের বাইরে থেকে প্রথমে গ্রেনেড এবং পরে গুলি ছুঁড়তে শুরু করে৷ রিজওয়ান আহমেদ নামে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তারা স্টক এক্সচেঞ্জের প্রবেশমুখে গুলি চালিয়ে নিচ তলায় ঢুকে পড়ে৷ তবে মূল কমপাউন্ডে তারা প্রবেশ করতে পারেনি বলে এআরওয়াই নিউজকে জানিয়েছেন, পাকিস্তান স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ফাররুখ খান৷
তাদের প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় ভবনটিতে বিনিয়োগকারী ও স্টক এক্সচেঞ্জের কর্মীসহ এক হাজারের বেশি মানুষ ছিলেন৷
এই ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আরো সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন শারজিল খাড়াল৷
পুলিশের বিশেষ বাহিনী ভবনটি ঘিরে রেখেছে৷
এফএস/জেডএইচ (ডিপিএ, এপি, এএফপি, রয়টার্স)