পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২৭
১০ ফেব্রুয়ারি ২০১১ফরাসি বার্তা সংস্থা এএফপি'র খবরে বলা হয়েছে, নিহতদের সবাই সেনা সদস্য৷ কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি৷ তবে তালেবান জঙ্গিরা দিনকয়েক আগে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর হামলার হুমকি দিয়েছিল৷
বার্তা সংস্থা রয়টার্স বলছে, আত্মঘাতী হামলাকারীর বয়স বেশ কম৷ হামলার সময় স্কুলের পোশাক পরিহিত ছিল আত্মঘাতী বোমারু৷
পেশোয়ারের উধ্বর্তন পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ খান জানিয়েছেন, ঘটনাস্থলেই ১৩ সেনা নিহত হয়েছে এবং একজন হাসপাতালে প্রাণ হারায়৷ দুই সেনা কর্মকর্তা নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছে৷ প্রথমে নিহতের সংখ্যা ২০ জন বলা হলেও পরে বার্তা সংস্থা ডিপিএ এবং এপি জানায়, নিহতের সংখ্যা ২৭, এবং আহত ৪০ জন৷
চলতি মাসে সেনাবাহিনীর উপর এটাই সবচেয়ে বড় ধরণের হামলার ঘটনা৷
পাকিস্তানি সংবাদ পত্র ডন এর খবরে বলা হয়েছে, মার্দান সেনানিবাসের পাঞ্জাব রেজিমেন্ট সেন্টারে এই হামলা চালানো হয়৷ ইতিমধ্যে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে৷ পুলিশ সমগ্র এলাকা ঘিরে রেখেছে৷
এদিকে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বালুচিস্তানে একটি গ্যাস সঞ্চালন লাইন উড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা৷ এক সপ্তাহের মধ্যে গ্যাস পাইপ লাইনের উপর এটি দ্বিতীয় হামলা৷ পাইপ লাইনটি দিয়ে সুই গ্যাস ফিল্ড থেকে বালুচিস্তানে গ্যাস পাঠানো হয়৷ অবশ্য সারারাত চেষ্টার পর পাইপ লাইনটির মেরামত সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম ও সাগর সরওয়ার
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী