1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানকে ১০ দিনে গুঁড়িয়ে দিতে পারে ভারত: নরেন্দ্র মোদী

২৯ জানুয়ারি ২০২০

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে ভারতের সেনাবাহিনী  ১০ দিনের কম সময়ে প্রতিবেশীকে ধুলার সঙ্গে মিশিয়ে দিতে সক্ষম বলে হুঙ্কার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

https://p.dw.com/p/3Wy6b
Indien Parteivernastaltung Narendra Modi  Rede
ছবি: Getty Images/AFP/P. Singh

মঙ্গলবার ন্যাশনাল ক্যাডেট কোরের (এনসিসি) বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে এ কথা বলেন মোদী৷ বলেন,  ‘‘পাকিস্তান আগেই আমাদের সঙ্গে তিনটি যুদ্ধ হেরেছে৷ আবার যুদ্ধ হলে আমাদের সেনাবাহিনী তাদের পরাজিত করতে সাত থেকে ১০ দিনের বেশি সময় নেবে না৷''

গত কয়েক সপ্তাহ ধরে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতে জুড়ে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে৷ তার সঙ্গে দেশের অর্থনীতিতে মন্দাভাব নিয়ে বেশ চাপে আছেন মোদী৷

আগামী মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন৷ দেশের বর্তমান পরিস্থিতে দিল্লির নির্বাচনে মোদীর দল বিজেপিকে বড় পরীক্ষা দিতে হবে৷ এনসিসির এই অনুষ্ঠান দিয়েই দিল্লির ভোটে দলের হয়ে প্রচার শুরু করলেন মোদী৷

তিনি বলেন, পাকিস্তান দশকের পর দশক ধরে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের মদত দিয়ে ভারতের বিরুদ্ধে ছায়া যুদ্ধ করে যাচ্ছে৷ হাজারো বেসামরিক নাগরিক ও সেনা ওই যুদ্ধের বলি হচ্ছেন৷ কিন্তু অতীতের সরকার বিষয়টি নিয়ে নানা হম্বিতম্বি করলেও ভারতীয় সেনাবাহিনী যখন অ্যাকশনে যাওয়ার অনুমতি চেয়েছে তখন তারা পিছিয়ে গেছে৷

‘‘কিন্তু আজ তরুণরা চিন্তা-ভাবনায় অগ্রসর হয়েছে৷ তাই তারা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে সন্ত্রাসীদের ভূমিতেই তাদের শিক্ষা দিয়ে আসছে৷''

মঙ্গলবারের অনুষ্ঠানে এনসিসির মেরুন রঙের বেসবল ক্যাপ পরে ভাষণ দেন মোদী৷

এসএনএল/কেএম (এএফপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য