পাকিস্তান, ভারতে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ
পাকিস্তানে ২১ মে থেকে হিটওয়েভ চলছে৷ বুধবার থেকে তাপমাত্রা কমতে পারে৷ তবে জুনে আরও হিটওয়েভ আসবে বলে সতর্ক করে দিয়েছে দেশটির আবহাওয়া অফিস৷ এদিকে, দিল্লিতে বুধবার প্রথমবারের মতো তাপমাত্রা ৫০ পেরিয়েছে৷
সপ্তাহখানেকের বেশি সময় ধরে হিটওয়েভ
পাকিস্তানে ২১ মে থেকে হিটওয়েভ চলছে৷ তবে বুধবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস৷ অবশ্য জুনে আরও হিটওয়েভ আসবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে৷
হিটস্ট্রোক
প্রচণ্ড গরম থেকে বাঁচতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে সরকার৷ এরপরও হাজার হাজার মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷
বছরের সর্বোচ্চ তাপমাত্রা
পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোতে সোমবার তাপমাত্রা ৫২.২ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে দেশটির আবহাওয়া অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা শহীদ আব্বাস রয়টার্সকে জানিয়েছেন৷ চলতি বছরে এটি এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ তাপমাত্রা৷ তবে মহেঞ্জোদারোতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হচ্ছে ৫৩.৫ ডিগ্রি সেলসিয়াস৷
পাকিস্তানে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
২০১৭ সালে বেলুচিস্তান রাজ্যের তুরবাত শহরে তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস ছিল৷ এটিই এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড৷
কারণ
পাকিস্তানের প্রধানমন্ত্রীর জলবায়ু বিষয়ক সমন্বয়কারী রুবিনা খুরশিদ আলম হিটওয়েভের কারণ জলবায়ু পরিবর্তন বলে জানিয়েছেন৷ জলবায়ু পরিবর্তনের প্রভাবে থাকা পঞ্চম সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ পাকিস্তান বলেও জানান তিনি৷ ছবিতে কয়েকজন ক্রেতাকে বরফ কিনতে দেখা যাচ্ছে৷
দিল্লিতে তাপমাত্রা ৫০ পেরিয়েছে
ভারতের দিল্লির মুঙ্গেশপুরে বুধবার তাপমাত্রা ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস উঠেছে৷ ফলে সেখানে প্রথমবারের মতো তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে৷ মঙ্গলবার থেকে দিল্লিতে তাপমাত্রা অনেক বেড়েছে৷
ভারতের রেকর্ড তাপমাত্রা
রাজস্থানে মঙ্গলবার তাপমাত্রা ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল৷ ২০১৬ সালে রাজস্থানের মরুভূমি এলাকায় তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস, যা দেশটির এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা৷