পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা
কলকাতা বইমেলার পরেই যে মেলার আকর্ষণ শহরবাসীর কাছে সবচেয়ে বেশি, তা হলো পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা৷ রাজ্যের প্রায় সবক’টি জেলার হস্তশিল্পীরা নিজ নিজ হস্তশিল্পের পশরা নিয়ে এই মেলায় অংশ নেন৷
বছরের শুরু
প্রতিবার ইংরেজি নতুন বছরের শুরু হয় এই হস্তশিল্প মেলা দিয়ে, যা কলকাতা ও শহরতলীর বাসিন্দাদের কাছে এক বড় আকর্ষণ৷
বিরাট আয়োজন
হস্তশিল্পের বিপুল সম্ভার থাকে এই মেলায়৷ এবারের আয়োজনটি ছিল ইকো পার্কের বিরাট পরিসরে৷ যে কারণে আয়তনে আরো বেড়েছে এটি৷
বাঁশ-বেতের কাজ
বেতের বোনা ধামা-কুলো থেকে ঘর সাজানোর বাহারি জিনিস ক্রেতার চোখের সামনে নিমিষেই বানিয়ে দেন ওঁরা৷
ভোলবদল
আগে পাওয়া যেতো চিত্রিত সরা৷ এখন শহুরে শৌখিন ক্রেতার পছন্দ অনুযায়ী তার ভোল বদল ঘটেছে৷
ছোট পুঁজিতেও
হস্তশিল্প মেলায় যাঁরা অংশ নেন, তাঁরা সবাই যে বড় পুঁজির ব্যবসায়ী তা নয়৷ ছোট পুঁজির কারিগররাও সুযোগ পান৷
শোলার বাহার
শোলার তৈরি ফুলও চেহারা বদলে এখন আধুনিক৷ নানা রঙে তারা মন ভোলায়!
জঙ্গলমহল
এবারের হস্তশিল্প মেলার বিশেষ আকর্ষণ জঙ্গলমহলের শিল্প৷ বাঁকুড়া-পুরুলিয়ার যে জঙ্গল এলাকা একদা ছিল মাওবাদী জঙ্গি অধ্যুষিত৷
মেয়েরাই বেশি
এবারের মেলায় বিশেষভাবে চোখে পড়ল নারী হস্তশিল্পীদের আধিক্য, যারা কোনো-না-কোনো স্বনির্ভর মহিলা গোষ্ঠীর সঙ্গে যুক্ত৷
রকমারি পাট
পাটের তৈরি শিল্পসামগ্রীরও রং ঢং বদলেছে৷ নানা অভিনবত্বের ছোঁয়া পাটের ফুল আর পুতুলেও৷
সপরিবারে
অনেক শিল্পীই আসেন সপরিবারে৷ মেলার ক’দিন এই শহরেই তাঁদের অস্থায়ী সংসার পাতেন৷
উত্তরাধিকার
মেলায় চোখে পড়ে ঠাকুমার পাশে কাজ শেখার আগ্রহ নিয়ে বসে থাকা নাতনিটিকে৷ এভাবেই হাত বদল হয় লোকশিল্পের উত্তরাধিকার৷
শহুরে ছোঁয়া
তবে এবারই প্রথম হস্তশিল্প মেলায় বেশি চোখে পড়ল শহুরে ধাঁচের ঘর সাজানোর সামগ্রীর আধিক্য৷ এ হয়তো শহরের সংস্পর্শে আসারই কুফল!