পশু থাকলেই চাই পশুচিকিৎসক
২১ জুন ২০১৭ডাক্তার আসা মানেই রোগীর হৃৎকম্প, কিন্তু পালানোর পথ নেই৷ অন্তত বেচারা ছাগলটির পালানোর পথ তো একেবারেই নেই! বোনিফাৎস চিকুফেনজি আর তার সতীর্থরা ওর ভালোই করতে চান৷ এরা সবাই হবু পশুচিকিৎসক৷ মালাউয়ির রাজধানী লিলংভের লুয়ানা বিশ্ববিদ্যালয়ের ছাত্র৷ এরা সবাই আপাতত একটি দশদিনব্যাপী ‘ব্যবহারিক প্রশিক্ষণে' অংশ নিচ্ছেন৷
মালাউয়িতে পশু চিকিৎসক বিশেষভাবে প্রয়োজন, কেননা গোটা দেশে পশুচিকিৎসক মাত্র ৩০জন, অথচ গৃহপালিত পশুর সংখ্যা ২৫ লাখ৷ দেশ জুড়ে পশুরোগ, অথচ ডাক্তারের সাহায্য পাওয়ার উপায় নেই৷ এ কারণেই বিশ্ব পশু ত্রাণ সমিতি ডাব্লিউটিজি এই প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে৷ রবিন ম্যাককেন এই কর্মসূচির পরিচালিকা৷ দক্ষিণ আফ্রিকা থেকে এসে তিনি মালাউয়িতে এই কর্মসূচি শুরু করেছেন৷ রবিন জানালেন, ‘‘যে পশুচিকিৎসকদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তারাই হবে মালাউয়িতে আমাদের কর্মসূচির প্রথম স্নাতক৷ লুয়ানার এই কর্মসূচিটি মালাউয়ির একমাত্র কর্মসূচি আর এরা হবে এখান থেকে পাস করা প্রথম পশুচিকিৎসক৷ ‘প্যারাভেট'-রা আছেন বটে, কিন্তু তারা ঠিক পশুচিকিৎসক নন৷''
খামার থেকে বনে রোগ ছড়ায়
মালাউয়ির একটা বড় অংশ এখন ক্ষেতখামার৷ বনজঙ্গল ক্রমেই কমে আসছে৷ এর ফলে গৃহপালিত পশুরা বন্যপ্রাণীদের জন্য আরো বড় বিপদ হয়ে দাঁড়াচ্ছে৷ রবিন শোনালেন, ‘‘মালাউয়ির গৃহপালিত পশুদের মধ্যে ইস্ট কোস্ট ফিভার আর ফুট-অ্যান্ড-মাউথ ডিজিজ সবচেয়ে বেশি দেখা যায়৷ আর এগুলো ছড়ায় বুনো মোষ অথবা হরিণের মতো খুরওয়ালা পশুদের মধ্যে৷ এর একটা কারণ হলো, বুনো মোষের মতো বন্যপ্রাণী আর গৃহপালিত পশুরা একই এলাকায় চরে৷ কাজেই এই রোগগুলো এক দিক থেকে আরেক দিকে ছড়াতে পারে৷ এভাবে আমরা পোষা আর বুনো জন্তুজানোয়ার, দু'দিকেই প্রচুর ক্ষয়ক্ষতি দেখেছি৷''
এ কারণে পশুচিকিৎসার ছাত্রদেরও বন্যজন্তুদের নিয়ে কাজ করা শিখতে হবে৷ তাই তারা একটি দিন কাটাবেন লিলংভের ওয়াইল্ডলাইফ সেন্টারে, যেখানে আহত বন্যপ্রাণীদের শুশ্রূষা করে সারিয়ে তুলে, সম্ভব হলে আবার ছেড়ে দেওয়া হবে৷ আমান্ডা লি সাব হলেন ওয়াইল্ডলাইফ সেন্টারের অধ্যক্ষা৷ তিনি নিজেও পশুচিকিৎসক৷ ছাত্ররা এখানে এলে তাঁর অবশ্যই কোনো আপত্তি নেই৷
আমান্ডা বললেন, ‘‘মালাউয়িতে পশুচিকিৎসক আছেন, কিন্তু পর্যাপ্ত নয়৷ বন্যপ্রাণীদের দেখাশোনার জন্য যে পরিমাণ পশুচিকিৎসক দরকার, সে পরিমাণ পশুচিকিৎসক নেই – বিশেষ করে এ ধরনের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে৷ কেন্দ্রের পশুচিকিৎসক হিসেবে আমরা এখানে মালাউয়ির একজন ভেটারিনারি ডাক্তারকে চাই৷ যে কারণে আমরা এই ব্যাচটি সম্পর্কে এতো আশাবাদী৷ এছাড়া যে সব জীবজন্তু মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের শিকার হয়েছে, অকুস্থলে গিয়ে তাদের সাহায্য করাটাও আমাদের কর্তব্য৷''
মানুষ বাড়ছে, বাড়ছে দারিদ্র্য
কেননা মালাউয়ির বন্যপ্রকৃতি গভীর চাপের মুখে৷ জনসংখ্যা বাড়ছে অতি দ্রুত, দেশ জুড়ে ঘনবসতি৷ দারিদ্র্য সর্বত্র৷ প্রায়ই দুর্ভিক্ষ দেখা দেয়৷ পশুপাখিদের সুরক্ষা বিশেষ গুরুত্ব পায় না, কারণ সেখানে তো মানুষেরই পেট চালানো দায়৷ মানুষ আর জীবজন্তুরা ঘেঁষাঘেঁষি করে থাকে৷ শুধুমাত্র রাজধানী লিলংভেতেই ৪০ হাজার নেড়ি কুকুর পথে পথে ঘুরে বেড়াচ্ছে৷
লিলংভের এক শহরতলিতে ছাত্রদের আসল পরীক্ষা৷ মালাউয়ির একটি পশু ত্রাণ সংগঠন একটি টিকাদান অভিযান চালাচ্ছে, যা দেখতে গাঁয়ের বহু মানুষ ভিড় করেছে৷ হবু পশুচিকিৎসক বোনিফাৎস চিকুফেনজি-র জন্য এ এক বিশেষ মুহূর্ত৷ তিনি বলেন, ‘‘এটা যে মানুষজনকে জলাতঙ্কের হাত থেকে রক্ষা করছে, তাতে আমি খুব খুশি৷ একটা কুকুর কামড়ালেই এই ভাইরাস সংক্রমিত হতে পারে৷ তাই এভাবে অনেকগুলো কুকুরকে টিকা দিয়ে আমরা এখানকার মানুষদের সাহায্য করছি৷''
প্রায় প্রতিটি পরিবারেরই একটি অন্তত কুকুর আছে৷ তবে তাদের কোনো দেখাশোনা করা হয় না৷ আরো বেশি পশুচিকিৎসক হলে পরিস্থিতি হয়তো বদলাবে৷ নতুন শিক্ষানবীশদের প্রশিক্ষণ শীঘ্রই শেষ হবে৷ তখন ১ কোটি ৬০ লাখ মানুষের দেশ মালাউয়িতে পশুচিকিৎসক আরো ১৫ জন বাড়বে৷
ইয়ুর্গেন শ্নাইডার/এসি