1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পপ সংগীতের এক বহুল আলোচিত ব্যক্তিত্ব ক্যাট স্টিভেন্স

১২ জানুয়ারি ২০১২

পপ সংগীত জগতের এক অসাধারণ ব্যক্তিত্ব ক্যাট স্টিভেন্স ওরফে ইউসুফ ইসলাম৷ ষাটের মাঝমাঝি থেকে সত্তরের শেষ অবধি তাঁর সংগীত সাড়া জাগিয়েছিল বিশ্বব্যাপী৷ সাফল্য ও জনপ্রিয়তায়তার শীর্ষে ছিলেন তিনি ঐ সময়৷

https://p.dw.com/p/13i0R
ক্যাট স্টিভেন্স, ১৯৭১ছবি: picture-alliance/Photoshot

একাধিক বাদ্যযন্ত্রে পারদর্শী, গীতিকার, সুরকার ও গায়ক ক্যাট স্টিভেন্স৷ আজো পপ সংগীত জগতে চির সবুজ হয়ে আছে তাঁর বহু গান৷ তাঁর সমাজ, স্বপ্ন আর ভালবাসা নিয়ে গাঁথা ব্যালাড আঙ্গিকের গান আজো মুগ্ধ করে অসংখ্য সংগীতানুরাগীদের৷

ক্যাট স্টিভেন্স'এর জন্ম ১৯৪৮ সালে লণ্ডনে৷ বাবা গ্রীক-সাইপ্রিয়ট ও মা সুইডিশ৷ আসল নাম স্টিভেন ডেমেত্রি জর্জিও৷ বাবা ছিলেন ব্যবসায়ী৷ ছোট বেলা থেকে চিত্রকলার প্রতি তাঁর ছিল অনুরাগ৷ পরবর্তীকালে সংগীতের প্রতি ঝুঁকে পড়েন তিনি৷ ১৮ বছর বয়সে তাঁর হিট গান ‘আই লাভ মাই ডগ' এর মধ্য দিয়ে পপ সংগীতাঙ্গনে তাঁর প্রথম আত্মপ্রকাশ৷ তারপর থেকেই একের পর এক হিট অ্যালবাম বেরোয় বাজারে৷ একাধিকবার শ্রেষ্ঠ গায়ক ও গীতিকার হিসেবে স্বীকৃতি লাভের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন পপ সংগীতের এক বহুল আলোচিত ব্যক্তিত্ব৷

Yusuf Islam in Bremen
ইউসুফ ইসলামছবি: AP

১৯৭৯ সালের ডিসেম্বর মাসে ইসলাম ধর্ম গ্রহণ করেন ক্যাট স্টিভেন্স৷ নতুন নাম নেন ইউসুফ ইসলাম৷ আকাশচুম্বী জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এই সময় সংগীত জগত থেকে সরে দাঁড়ান তিনি এবং পুরোপুরি ব্রতী হোন সমাজ সেবায়৷ বিশেষ করে দরিদ্র মুসলিম শিশুদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেন তিনি৷ ১৯৮১ সালে লন্ডনে প্রতিষ্ঠা করেন ‘ইসলামিয়া প্রাইমারি স্কুল'৷ তাছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে মানবিক ও সামাজিক সংগঠনের সাথে কাজ করেন তিনি৷ দির্ঘ ২৮ বছর পর ইউসুফ নামে তাঁর ‘অ্যান আদার কাপ' অ্যালবাম নিয়ে আবার পপ সংগীত জগতে ফিরে আসেন তিনি৷

মানবিকতা ও শান্তির পৃষ্ঠপোষক হিসেবে, ‘ওয়ার্লড অ্যাওয়ার্ড', ‘ম্যান ফর পিস অ্যাওয়ার্ড' সহ আরো বহু আন্তর্জাতিক সম্মাননায় ভুষিত হয়েছেন সংগীত শিল্পী ক্যাট স্টিভেন্স ওরফে ইউসুফ ইসলাম৷ ২০০৯ সালে অনুরাগীদের উপহার দেন  ইউসুফ ইসলাম তাঁর নতুন অ্যালবাম ‘রোড সিঙ্গার'৷ 

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য