নোবেল শান্তি পুরস্কার পাওয়া কে এই নার্গিস মোহাম্মাদি?
কারাবন্দি অবস্থায় শান্তিতে নোবেল জিতেছেন ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মাদি৷ ইরানে নারীর ওপর নিপীড়নের বিরুদ্ধে এবং সবার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের স্বীকৃতি হিসেবে নোবেল কমিটি তাকে বেছে নিয়েছে৷
নার্গিস মোহাম্মাদি কে?
নার্গিস মোহাম্মাদি একজন ইরানি মানবাধিকার কর্মী৷ তার আন্দোলন ইরানের রাজনৈতিক সংস্কার, নারীর অধিকার ও মৃত্যুদণ্ড বাতিলের লক্ষ্যে৷
নোবেল শান্তি পুরস্কার
২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নার্গিস৷ ৬ অক্টোবর নোবেল কমিটি তাকে পুরস্কার বিজয়ী ঘোষণা করে৷
সংগঠন
তেহরানভিত্তিক সংগঠন ডিফেন্ডার্স অফ হিউম্যান রাইটস সেন্টার বা ডিএইচআরসির ভাইস প্রেসিডেন্ট নার্গিস৷ সংগঠনটির প্রধান আরেক নোবেল লরেট শিরিন এবাদি৷ এই সংগঠন মূলত ইরানে নারী ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করে৷
জন্ম
নার্গিসের জন্ম ১৯৭২ সালের ২১ এপ্রিল ইরানের যানজানে৷ তিনি পড়াশোনা করেছেন পদার্থবিজ্ঞান নিয়ে৷ শিক্ষার্থী অবস্থাতেই নারীদের অধিকার নিয়ে লিখতেন৷ একটি মাউন্টেন ক্লাইম্বিং গ্রুপের সদস্য ছিলেন তিনি৷ কিন্তু তার রাজনৈতিক চিন্তাধারার জন্য সেখান থেকে তাকে নিষিদ্ধ করা হয়৷
কর্ম
পড়াশোনা শেষে নার্গিস সাংবাদিকতা শুরু করেন৷ কাজ করেন কয়েকটি বিকল্পধারার সংবাদপত্রে৷ রাজনৈতিক সংস্কার নিয়ে বই লেখেন৷ ২০০৩ সালে ডিএইচআরসিতে যোগ দেন৷
দণ্ড
২০১০ সাল থেকে নানা সময়ে ১৩ বার তাকে আটক করা হয়েছে তাকে৷ পাঁচবার দোষী সাব্যস্ত করা হয়েছে৷ ৩১ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১৫৪ টি বেত্রাঘাতের শাস্তিও দিয়েছে৷