নূরের দলে ভাঙন
১৫ অক্টোবর ২০২০বৃহস্পতিবার প্রেস ক্লাবে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে ২২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা দেন তারা৷
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, সংবাদ সম্মেলনে আগের কমিটির যুগ্ম আহ্বায়ক এপিএম সুহেলকে নতুন কমিটির আহ্বায়ক এবং আগের কমিটির যুগ্ম আহ্বায়ক ইসমাইল সম্রাটকে সদস্য সচিব করা হয়েছে৷
নতুন সংগঠকদের ভাষ্য, নুর ও রাশেদের ‘আর্থিক অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা, সহযোদ্ধাদের মিথ্যা অভিযোগ দিয়ে অবমূল্যায়ন করা এবং সম্প্রতি এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করা ধর্ষণের মামলাকে নোংরা রাজনীতিকরণের অপচেষ্টার’ প্রতিবাদে কমিটিতে এই ‘সংস্কার’ করেছেন তারা৷
তবে সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটির বিষয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বিডিনিউনিজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘যারা আজকে কমিটির ঘোষণা দিয়েছে, তারা ছাত্র অধিকার পরিষদের কেউ না৷...এই কমিটির আহ্বায়ক, যার নাম দেখলাম সুহেল, তাকে সংগঠন বিরোধী কাজ করার দায়ে গত মে মাসে বহিষ্কার করা হয়েছে৷’’
সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ২০১৮ সালে গড়ে ওঠে ছাত্র অধিকার পরিষদ৷
আরআর/এসিবি