নিয়োগ দুর্নীতি নিয়ে ফের রাস্তায় চাকরিপ্রার্থীরা
কলকাতার রাজপথ আবার সাক্ষী থাকলো বিরাট মিছিলের। দীর্ঘ আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। আবার রাস্তায় নামলেন তারা।
রাজপথে চাকরিপ্রার্থীরা
নিয়োগের দাবিতে ফের রাজপথে নামলেন চাকরিপ্রার্থীরা। ২০২২ সালের টেট পাশ চাকরিপ্রার্থীরা তাদের দাবি নিয়ে আবার সরব হলেন।
নিয়োগ বিজ্ঞপ্তির দাবি
৫০ হাজার শূন্যপদে অবিলম্বে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারির দাবি করলেন চাকরিপ্রার্থীরা। সরকারের বিরুদ্ধে নতুন করে অভিযোগ সামনে আনলেন এদিনের মিছিল থেকে।
বিনিদ্র রাত্রিযাপন
২০১৭ সালে শেষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। চাকরিপ্রার্থীদের দাবি, ২০২২ সালে তাঁরা টেট দিলেও এখনও তাদের নিয়োগ হয়নি। ৫ বছর বিনিদ্র রাত্রিযাপন করছেন তারা।
নিয়োগহীন পাঁচ বছর
মুখে কালি, গলায় পোস্টার বাধলেন চাকরিপ্রার্থীরা। প্রায় ৫ বছর তাঁরা নিয়োগের আশায় বসে।
বিভিন্ন প্রান্তের চাকরিপ্রার্থী
মিছিলে পা মেলালেন বিভিন্ন প্রান্তের চাকরিপ্রার্থীরা। শারীরিক অক্ষমতা নিয়েও মিছিলে হাজির ছিলেন তারা। সিবিআইয়ের তদন্ত নিয়েও তারা হতাশা প্রকাশ করেন। প্রশ্ন তোলেন, কেন একে একে জামিনে মুক্তি পাচ্ছেন এই মামলায় জড়িত ব্যক্তিরা।
হাতে আম্বেদকরের ছবি
মঙ্গলবার ছিল সংবিধান দিবস। সংবিধানের রূপকার বি আর আম্বেদকরের ছবি হাতে নিয়ে শিয়ালদা বিগ বাজারের সামনে থেকে ধর্মতলায় পর্যন্ত মিছিল করলেন ২০২২ সাল টেট পাশ ডিএলএড ঐক্যমঞ্চ।
রাস্তায় শুয়ে বিক্ষোভ
রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি জারির দাবি তুললেন তারা।
শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ
এদিন বেলা সাড়ে ১২টা থেকে শিয়ালদায় জমায়েত করেন চাকরিপ্রার্থীরা। তারপর শুরু হয় মিছিল।শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা জারি রাখলেন তারা।