1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিবারকে জরিমানা

৭ জুলাই ২০১২

আবার জরিমানা খেতে হল হালের তরুণ সেনসেশন ১৮ বছর বয়সি ক্যানাডিয়ান গায়ক জাস্টিন বিবারকে৷ এবার তাঁর অপরাধ, তিনি নির্দিষ্ট সীমার চেয়েও দ্রুত বেগে গাড়ি হাঁকাচ্ছিলেন৷

https://p.dw.com/p/15TIP
Canadian singer Justin Bieber receives the 'Entertainment' Bambi award during the ceremony in Wiesbaden, Germany, 10 November 2011. The Bambis are the main German media awards and are presented for the 63rd time. Photo: Michael Kappeler dpa/lhe
ছবি: picture-alliance/dpa

ঘটনা ঘটেছে লস অ্যাঞ্জেলসের হাইওয়েতে৷ সেখানে সর্বোচ্চ গতিসীমা ছিল ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টা৷ কিন্তু বিবার চালাচ্ছিলেন ১২৯ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে৷ ফলে যা হবার তাই হয়েছে৷ হাইওয়ে পেট্রোল পুলিশ বিবারের গাড়ি ধাওয়া করে আটকে ফেলে৷ এরপর তাঁকে জরিমানা করে ছেড়ে দেয়৷ পুলিশ বলছে, তাদের সঙ্গে বিবার নমনীয় ব্যবহার করেছে৷

এদিকে, লস অ্যাঞ্জেলসের এক স্থানীয় কর্মকর্তা ডেনিস জিনে, যিনি বিবারকে গাড়ি চালাতে দেখেছেন, তিনি বলছেন বিবার ১২৯ নয়, তার চেয়েও বেশি জোরে ড্রাইভ করছিলেন৷ তাঁর গতি ছিল কমপক্ষে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সেসময় রাস্তায় অন্যান্য গাড়িও ছিল৷ জিনে বলেন, ‘আমি যদি পুলিশ হতাম তাহলে তাঁকে গ্রেপ্তার করতাম'৷ শুধুমাত্র তারকা হবার কারণে তিনি যা ইচ্ছা তাই করে অন্যের জীবন হুমকির মুখে ফেলতে পারেন না৷

Pop star Justin Bieber poses for photos prior to a press conference at a hotel in Mexico City, Monday, June 11, 2012. Bieber will perform in a free open-air concert tonight at the Mexico City's main historic plaza, the Zocalo. (AP Photo/Alexandre Meneghini)
জাস্টিন বিবারছবি: AP

তবে বিবারের দাবি, পাপারাজ্জিরা তাঁর গাড়ির পিছু নিয়েছিল৷ তাদের হাত থেকে বাঁচতেই এই গতিসীমা লঙ্ঘন বলে জানান তিনি৷ পুলিশ বিবারের এই দাবি খতিয়ে দেখছে৷ পুলিশের এক মুখপাত্র বলেছেন, তারা বিবারের গাড়ির পেছনে আরেকটি গাড়ি দেখেছিলেন৷ ওটাও নির্দিষ্ট বেগের চেয়ে দ্রুত চলছিল৷ কিন্তু সেটাকে ধরা যায়নি৷

এর আগে গত ২৭শে মে ক্যালিফোর্নিয়ায় এক আলোকচিত্রীর গায়ে হাত তোলায় জাস্টিন বিবারের বিরুদ্ধে মামলা করা হয়েছিল৷

জেডএইচ / এএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য