1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্যাতন, হেনস্থা, হুমকি প্রদর্শনে ছাত্রলীগ

সমীর কুমার দে ঢাকা
১১ ফেব্রুয়ারি ২০২৩

ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের পেশিশক্তি প্রদর্শনের ঘটনা থামছে না ৷ গত তিন দিনে দেশের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে অপরাধমূলক কাণ্ড ঘটিয়ে আবারো আলোচনায় সংগঠনটি৷

https://p.dw.com/p/4NN3B
Suhrawardy Udyan | Dhaka, Bangladesh
গত ৬ ডিসেম্বর ঢাকায় ছাত্রলীগের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ফাইল ছবি৷ ছবি: Mortuza Rashed/DW

দলের নেতাকর্মীদের কেন নিবৃত্ত করা যাচ্ছে না কিংবা এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার শাস্তিই বা কী হচ্ছে? সংগঠনটির নেতারা বার বার বলছেন, অপরাধ করে কেউ পার পাবে না৷ বাস্তবে তার প্রতিফলন অবশ্য খুব একটা দেখা যাচ্ছে না৷ 

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘ছাত্রলীগ একটি বৃহৎ সংগঠন৷ এই ধরনের কোন ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়৷ এবারও তাই হচ্ছে৷ পেশিশক্তি দিয়ে ছাত্র রাজনীতি করার দিন শেষ৷ এখন বুদ্ধিবৃত্তিক ছাত্র রাজনীতির সময়৷ আমরা সেই বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি৷ অপরাধ করে কেউ পার পাবে না৷’’

‘শারীরিক সম্পর্কের প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর, ধর্ষনের হুমকি'

পুরানো ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের এক ছাত্রী ছাত্রলীগ নেতার প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে শ্লীলতাহানি ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খোদ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিকের বিরুদ্ধে৷

ওই ছাত্রী ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি নিজেও ছাত্রলীগের একজন কর্মী৷ আশিক বিভিন্ন সময় তার বিশ্বস্ত কয়েক কর্মীর মাধ্যমে আমাকে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন৷ তাকে খুশি করলে বড় পদ দেওয়ারও আশ্বাস দেন৷ কিন্তু আমি তার প্রস্তাবে রাজি না হওয়ায় কর্মীদের মাধ্যমে ক্যাম্পাসে উত্ত্যক্ত করে আসছিলেন৷ ক্যাম্পাসে আমার নামে অপবাদ ছড়ান তার কর্মীরা৷ রাকিব নামে আশিকের এক কর্মী আমাকে নিয়ে অপবাদ ছড়ান৷ গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আমি রাকিবকে জিজ্ঞাসা করি,  কেন মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে? ওই সময়ে আশিকের নির্দেশে মারধর ও শ্লীলতাহানি করা হয়৷ এ সময় আশিক পাশেই দাঁড়িয়েছিলেন৷’’

ওই ছাত্রী বলেন, ‘‘মারধর ও শ্লীলতাহানি করার পর আশিক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ খান শুভকে ক্যাম্পাসে ডেকে আনেন৷ এরপর কলেজের ছাত্র সংসদে আমাকে নিয়ে যাওয়া হয়৷ তখন ঘটনার বিষয়টি ভুলে যেতে বলেন৷ ভুলে না গেলে ধর্ষণ করে মেরে ফেলা হবে বলে হুমকি দেন৷ এরপর আবারও মারধর করা হয়৷’’

এই ঘটনায় ওই ছাত্রী থানায় গিয়েছিলেন মামলা করতে৷ কিন্তু পুলিশ মামলা নেয়নি৷ পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপে পুলিশ মামলা নিয়েছে৷ তবে মামলার এজাহার থেকে আশিকের নাম বাদ দেওয়া হয়েছে৷ শনিবার ভুক্তভোগী ওই ছাত্রী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত অভিযোগ করেছেন৷ ওই ছাত্রী কলেজের সম্মান দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত৷ বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছেন৷

তারা আমার মোবাইল ফোন ও ব্যাগ কেড়ে নেওয়ারও চেষ্টা করে: মারজান আক্তার

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আশিকুল ইসলাম আশিক ডয়চে ভেলেকে বলেন, ‘‘ঘটনার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই৷ আমার ক্যারিয়ার ধ্বংস করতে উদ্দেশ্যমূলকভাবে এই অভিযোগ আনা হয়েছে৷মারধোরের যে ঘটনাটি ঘটেছে সেখানে সিসিটিভি আছে৷ আপনারাও চাইলে সেটা দেখতে পারেন৷ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল৷ মামলা হয়েছে, পুলিশ তদন্ত করুক৷ আমার বিরুদ্ধে যদি অভিযোগ পায় তাহলে যে ব্যবস্থা নেবে আমি সেটা মেনে নেব৷'' ওই ছাত্রীকে চেনেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘সেও সংগঠন করে৷ আমার ছোট বোনের মতো৷’’

শিবির সন্দেহে চার ছাত্রকে পিটিয়েছে ছাত্রলীগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের ‘নির্যাতনের' শিকার হয়েছেন প্রতিষ্ঠানটির চার শিক্ষার্থী৷ এদের দুইজনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে৷ এদের একজন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন৷ আরেকজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে৷

চিকিৎসা নেওয়া দুই ছাত্র হলেন জাহিদ হোসেন ওরফে ওয়াকিল ও সাকিব হোসেন৷ অপর দুই ছাত্র হলেন এস এ রায়হান ও মোবাশ্বির হোসেন ৷

জানা গেছে, বুধবার রাতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ওই চার ছাত্রকে ছাত্রাবাসের নিজ নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে যান৷ পরে তাদের অন্য একটি কক্ষে নিয়ে নির্যাতন করা হয়৷ নির্যাতনে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়৷ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের বাড়িতে চলে যেতে বলা হয়৷ রায়হান ও মোবাশ্বির বাড়িতে ফিরে যান৷ জাহিদ ও সাকিব হাসপাতালে চিকিৎসা নিতে যান৷

শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী চমেক ছাত্রলীগের কয়েক নেতাকর্মী এ ঘটনায় জড়িত৷ অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের মহিবুলপন্থী গ্রুপের নেতা অভিজিৎ দাশ ডয়চে ভেলেকে বলেন, ‘‘ওরা শিবির করে৷ গোপনে এই কাজগুলো করে যাচ্ছিলেন৷ আমরা তাদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করি৷ তখন ওরা মোবাইল ফোন লুকিয়ে রেখেছিল৷ পরে ওদের রুমে তল্লাশি করে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়৷ সেখানে শিবিরের কার্যক্রম সম্পর্কে নানা ধরনের তথ্য আমরা পেয়েছি৷ সেই তথ্যগুলো ওদের কাছ থেকে রেখে আমরা তাদের ছেড়ে দিয়েছি৷ এখানে মারধোরের কোন ঘটনা ঘটেনি৷’’

মারধর না করলে দুইজনকে হাসপাতালে কেন ভর্তি হতে হলো? জানতে চাইলে অভিজিৎ দাশ বলেন, ‘‘সামনে তো নির্বাচন, ছাত্রলীগকে হেয় করতে এটা তাদের কৌশল৷ যে দুইজনকে আইসিইউতে রাখা হয়েছে, তাদের একজন সেখানে বসে মোবাইল ফোন দেখছিল, কমলা খাচ্ছিল৷ এমন একটা ভিডিও আমরা সংগ্রহ করার পর ওই ছাত্র পালিয়ে গেছে৷ আমাদের হাসপাতালে মাত্র ১৬টি আইসিইউ৷ যেখানে সংকটাপন্ন রোগীরা আইসিইউ পাচ্ছে না, সেখানে এরা কীভাবে অসুস্থ না হয়েও আইসিইউতে ভর্তি হলো সেটা আমাদেরও প্রশ্ন?’’

২০২১ সালের ৩০ অক্টোবর ছাত্রলীগের দুই পরে মারামারির পর চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়৷ তখন মারামারিতে মহিবুলপন্থী মাহাদি জে আকিব নামের এক ছাত্র গুরুতর আহত হয়েছিলেন৷ তার মাথার খুলির হাড় ভেঙে গিয়েছিল৷ এরপর চমেক ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়৷

এ বিষয়ে বক্তব্য জানতে মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি৷ বারবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি৷

নারী সাংবাদিককে ছাত্রলীগের হেনস্থা, দেখে নেওয়ার হুমকি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পেশাগত দায়িত্ব পালনের সময় ছাত্রলীগ নেতাকর্মীদের হেনস্তার শিকার হয়েছেন ঢাকার জাতীয় দৈনিক সমকালের চবি প্রতিনিধি মারজান আক্তার৷ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে৷

বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া করছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা৷ এ সময় ভিডিও করতে গেলে মারজান আক্তারকে হেনস্তা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা৷ এক পর্যায়ে মারজান আক্তারকে উদ্দেশ্য করে নেতাকর্মীরা বলেন ‘তোর নিরাপত্তা কে দেয় তা দেখবো’৷ পরে চারদিক থেকে ঘিরে তাকে উত্ত্যক্ত করেন তারা৷ এক পর্যায়ে তিনি সেখান বের হয়ে আসতে সক্ষম হন৷ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারজান আক্তার ডয়চে ভেলেকে বলেন, ‘‘ছাত্রলীগের অনুসারীরা যখন চারুকলার আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দিচ্ছিলেন, তখন পেশাগত দায়িত্ব হিসেবে আমি মোবাইলে ফুটেজ নিচ্ছিলাম৷ এসময় ছাত্রলীগের ভিএক্স গ্রুপের অনুসারীরা এসে আমাকে আটকায় ও ভিডিও ডিলিট করার জন্য চাপ দিতে থাকে৷ আমি ভিডিও ডিলিট করবো না বলায় তারা আমাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে৷ এসময় তারা বলছিলেন, ‘তোর নিরাপত্তা কে দেয় আমরা দেখবো'৷ চারদিক থেকে ঘিরে ধরে আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে৷ আমি চলে আসার সময় তারা আমার মোবাইল ফোন ও ব্যাগ কেড়ে নেওয়ারও চেষ্টা করেন৷’’

মারজান আক্তার বলেন, ‘‘বিষয়টি জানিয়ে আমি প্রক্টরের কাছে লিখিতভাবে অভিযোগ করেছি৷ ঘটনার সময় আমি প্রক্টর স্যারকে ফোনও করেছিলাম৷ কিন্তু তিনি আমার ফোন ধরেননি৷ এখন মিডিয়ায় বিষয়টি চলে আসায় তিনি তদন্ত কমিটি করেছেন৷’’

এ বিষয়ে জানতেই চাইলে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ডয়চে ভেলেকে বলেন, ‘‘সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পেয়েছি৷ এমন আচরণের বিষয়ে আমরা এর আগেও ব্যবস্থা নিয়েছি৷ আজই আমি তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছি৷ দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম সোহেলকে প্রধান করে কমিটির অন্য দুই সদস্য হলেন, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. শিপক কৃষ্ণ দেবনাথ ও সহকারী প্রক্টর ড. আহসানুল কবীর৷ কমিটির রিপোর্ট পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷ তবে কমিটিকে রিপোর্ট দেওয়ার জন্য নির্দিষ্ট কোন সময় বেঁধে দেওয়া হয়নি৷

আমাদের সংগঠনে কেউ অপরাধ করে পার পাবে না: শেখ ওয়ালী আসিফ ইনান

ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক মারুফ ইসলাম সাংবাদিককে হেনস্থার ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ জানতে চাইলে মারুফ ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘তিনি যখন ভিডিও করছিলেন তখন তার গলায় বা কোথাও পত্রিকার পরিচয়ের কার্ড ছিল না৷ ফলে কয়েকজন গিয়ে তাকে ভিডিও না করতে অনুরোধ করেন৷ কিন্তু তিনি সেটা না করায় ওই ছেলেদের সঙ্গে তার তর্কাতর্কি হচ্ছিল৷ এ সময় আমি গিয়ে তাদের নিবৃত করার চেষ্টা করেছি৷ তিনি যখন নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিয়েছেন তারপর কেউ আর তার সঙ্গে খারাপ ব্যবহার করেনি৷ এই ঘটনার পর আমি নিজে তার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেছি৷’’

তবে মারজান আক্তার ডয়চে ভেলেকে বলেন, ‘‘তিনি যখন দুঃখ প্রকাশ করতে এসেছেন তখনও তার পেছন থেকে একজন আমাকে খারাপ ভাষায় গালিগালাজ করেছেন৷’’

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা সবগুলো ঘটনার ব্যাপারে অবগত৷ প্রথমত, সোহরাওয়ার্দী কলেজের ঘটনায় আমরাই পুলিশকে বলেছি মামলা নিতে৷ পাশাপাশি ওই বোনটি লিখিত অভিযোগ দিয়েছে আমাদের কাছে৷ আজ (শনিবার) রাতেই সভাপতির সঙ্গে বসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে৷ চট্টগ্রাম মেডিকেল কলেজের ঘটনায় আমি নিজে পুলিশের সঙ্গে কথা বলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি৷ আমাদের সংগঠনে কেউ অপরাধ করে পার পাবে না৷ এ ব্যাপারে আমাদের অবস্থান সবসময়ই কঠোর৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান