নির্বাচনে দেশজুড়ে সংঘর্ষ-সহিংসতা
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি জেলায় সহিংসতা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ নৌকার একজন সমর্থক নিহত হয়েছেন৷ ঘটেছে গুলিবিদ্ধ, আহত হওয়ার ঘটনা৷ ছবিঘরে থাকছে বিস্তারিত...
মুন্সিগঞ্জ: নৌকার সমর্থককে হত্যা
মুন্সিগঞ্জ-৩ (সদর এবং গজারিয়া) আসনে ভোটকেন্দ্রের পাশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ নিহত মো. জিল্লুর রহমান মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি৷ মুন্সিগঞ্জ-৩ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থকেরা হামলা চালিয়ে তাকে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের৷ ছবিতে মরদেহ ঘিরে থাকা মানুষের জটলা দেখা যাচ্ছে৷
টাঙ্গাইল-২: ব্যালট বাক্সে আগুন মারামারি
টাঙ্গাইল-২ আসনের গোপালপুরে ভোটকেন্দ্র থেকে ভোটের পেপারসহ ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা৷ এ সময় তাদের হামলায় দুই আনসার সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ সেখানে মারামারির ঘটনাও ঘটেছে৷
পটুয়াখালী-৪: নৌকার উপর ঈগলের হামলা
পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকেরা ঈগল প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভোট গ্রহণ চলাকালে টিয়াখালীর দুটি ভোটকেন্দ্রের বাইরে এ হামলার ঘটনা ঘটে৷ দ্বীন ই ইলাহী দাখিল মাদ্রাসার সামনে রাস্তার ওপর নৌকার সমর্থকেরা ঈগল প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়৷
চট্টগ্রাম-১০: পিস্তল নিয়ে ভোটকেন্দ্রে
চট্টগ্রামে ভোটকেন্দ্রে প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি করতে দেখা গেছে এক যুবককে৷ সকাল ১১টার দিকে খুলশী এলাকায় পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে৷ স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে যুবকের নাম শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম৷ তিনি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর সমর্থক হিসেবে পরিচিত৷
চট্টগ্রাম-১০: সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধ
খুলশী-পাহাড়তলী আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷ এতে দুইজন গুলিবিদ্ধ হন৷
চট্টগ্রাম-৮: সংঘর্ষ
চট্টগ্রাম-৮ আসনে ভোট বর্জনকারী বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে৷ চান্দগাঁও মৌলভী পুকুর পাড়ে এই ঘটনা ঘটে৷