নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হবে: রিজভী
৫ জুলাই ২০১১তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিরোধী দল জামাত ও বিএনপি এখন আন্দোলনের মাঠে৷ ইতিমধ্যেই তারা বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘন্টার হরতাল ডেকেছে৷ বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, আন্দোলনের মুখে সরকারকে বাধ্য করা হবে নতুন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে৷
তবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও শীর্ষ নীতি নির্ধারকদের একজন ড. গওহর রিজভী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবেনা৷ নির্বাচন কমিশনই স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে৷ তিনি বলেন, এজন্য আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হবে৷ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে তাদের যেসব আইনগত ক্ষমতার প্রয়োজন আছে তা দেয়া হবে৷
ড. গওহর রিজভী বলেন, স্বাধীন এবং শক্তিশালী নির্বাচন কমিশনই নিরপেক্ষ নির্বাচনের প্রধান শর্ত৷ নির্বাচনের সময় সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর করার ক্ষমতা দেয়া হলে তাদের ওপর কেউ প্রভাব বিস্তার করতে পারবেনা৷ তাদের শক্তিশালী না করে আর যে ব্যবস্থাই আনা হোক না কেন তা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের গ্যারন্টি দিতে পারেনা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক