নিরাপদ শহর সূচকে ৬০ শহরের মধ্যে ঢাকা ৫৪
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ-এর সবশেষ ২০২১ সালে প্রকাশ করা নিরাপদ শহর সূচকে ৬০ শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল ৫৪৷ দক্ষিণ এশিয়ার আরও তিনটি শহরকে এই সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে৷
নিরাপদ শহর সূচক
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ এখন পর্যন্ত চারবার নিরাপদ শহর সূচক প্রকাশ করেছিল৷ সবশেষটি প্রকাশিত হয়েছে ২০২১ সালে৷
বিবেচনায় পাঁচটি বিষয়
ডিজিটাল নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, অবকাঠামো নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা ও পরিবেশগত নিরাপত্তা- এই পাঁচটি বিষয় বিবেচনায় নিয়ে বিশ্বের ৬০টি শহরের অবস্থান নির্ণয় করা হয়েছে৷
ঢাকার অবস্থান ৫৪
সার্বিক সূচকে ৬০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ৫৪৷ এছাড়া করাচি ৫৯, মুম্বই ৫০ ও নতুনদিল্লি ৪৮ নম্বরে আছে৷ এই তালিকায় শীর্ষ তিন অবস্থানে আছে কোপেনহেগেন, টরন্টো ও সিঙ্গাপুর৷ আর শেষ তিনটি অবস্থানে করাচি ছাড়া আছে কারাকাস (৫৮) ও ইয়াঙ্গন (৬০)৷
অবকাঠামো নিরাপত্তা
অবকাঠামো নিরাপত্তা বলতে নিরাপদ সড়ক ব্যবস্থা, পথচারীবান্ধব শহর, পানি সরবরাহকারী অবকাঠামো, ঝুঁকি পর্যবেক্ষণ ব্যবস্থা, বিদ্যুৎ নেটওয়ার্ক, বস্তিবাসীর সংখ্যা, গৃহহীন মানুষের সংখ্যা ইত্যাদি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে৷ এই বিষয়ের উপর তৈরি সূচকে ঢাকার অবস্থান ৬০টি শহরের মধ্যে ৫৫৷ এছাড়া করাচি ৫৭, মুম্বই ৪৮ ও নতুনদিল্লি ৪৪ নম্বরে আছে৷
ব্যক্তিগত নিরাপত্তা
ব্যক্তিগত নিরাপত্তা বলতে বন্দুক আইন ও প্রয়োগ সন্ত্রাসবাদ, সামরিক সংঘাত ও জনবিক্ষোভের হুমকি, পুলিশ ও আইনজীবীর সংখ্যা, সামাজিক নিরাপত্তায় খরচ, পারিবারিক সহিংসতা ও যৌন হয়রানি বিষয়ক আইন ইত্যাদি বিবেচনায় নেওয়া হয়েছে৷ এই সূচকে ঢাকা ৫৪, করাচি ৬০, মুম্বই ৫০ ও নতুনদিল্লি ৪১ নম্বরে আছে৷
ডিজিটাল নিরাপত্তা
প্রাইভেসি পলিসি, ডিজিটাল হুমকি সম্পর্কে নাগরিক সচেতনতা, সাইবার নিরাপত্তা প্রস্তুতি, ইন্টারনেট ব্যবহারের হার, ইন্টারনেট সার্ভারের নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি অবকাঠামো ইত্যাদি এই নিরাপত্তা ক্যাটাগরির মধ্যে আছে৷ এই সূচকে ঢাকার অবস্থান ৫৬ নম্বরে৷ করাচি ৫৭, মুম্বই ৫৩, নতুন দিল্লি ৪৮ নম্বরে আছে৷