ভুল ঢাকার চেষ্টা করেছে জার্মান পুলিশ?
১৮ মে ২০১৭বার্লিনের সেনেটকে বুধবার গিজেল জানান, মাদক পাচারের অভিযোগে আনিস আমরিকে গ্রেপ্তার করার মতো পর্যাপ্ত প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছিল৷ কিন্তু তারা তাকে আগে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছেন৷
গত বছরের নভেম্বরে প্রকাশ হওয়া এক নথিতে মাদক পাচারের সঙ্গে আমরির জড়িত থাকার কথা উল্লেখ করা থাকলেও তাঁকে তখন আটক করা হয়নি৷ পরের মাসে, অর্থাৎ ডিসেম্বরে তিনি একটি ট্রাক ছিনতাই করে সেটি নিয়ে বার্লিনের বড়দিনের বাজারে ঢুকে পড়েন৷ ঐ হামলায় ১২ জন নিহত হয়৷
বার্লিনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বার্লিনের ‘ক্রিমিনাল পুলিশ অফিস’ বা এলকেএ-র কর্মীরা বার্লিন হামলার পর তাঁদের ভুল ঢাকতে আমরির বিরুদ্ধে নথিতে আগে যে রকম কঠোর ভাষা ব্যবহার করা হয়েছিল, তাতে পরিবর্তন আনেন৷
গিজেল জানিয়েছেন, তিনি একটি অভিযোগ দাখিল করেছেন এবং তদন্ত শুরু হয়েছে৷
বিশেষ তদন্ত
বার্লিন সেনেটকে গিজেল বলেন, বিশেষ তদন্ত কর্মকর্তা ব্রুনো ইয়স্ট মঙ্গলবার সন্ধ্যায় এলকেএ-র দুটি নথি পেয়েছেন৷ এতে দেখা যায়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছে কিনা তা তদন্ত করতে গিয়ে ২০১৬ সালের জুন পর্যন্ত আনিস আমরির ফোন মনিটর করা হয়েছে৷ এভাবে যে প্রমাণ পাওয়া যায় তা আমরিকে গ্রেপ্তার করার জন্য যথেষ্ট ছিল৷ আমরির ফোন মনিটর করার জন্য আদালত পুলিশকে অক্টোবর পর্যন্ত সময় দিলেও জুন পর্যন্ত সেই কাজ করা হয়েছে৷ তারপর নভেম্বরে নথি প্রকাশ করা হয়৷
এলকেএ-র কর্মকর্তা জানুয়ারি মাসে (অর্থাৎ বার্লিন হামলার পর) আমরির অপরাধকে ‘গৌণ’ আখ্যায়িত করে একটি নথি লেখেন৷ তবে তাতে নভেম্বরের ১ তারিখ দেয়া হয়৷
এদিকে, জার্মান সংসদের এক তদন্ত প্রতিবেদন বলছে, রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তারা আমরি কতখানি হুমকি তা পরিমাপ করতে ব্যর্থ হয়েছেন৷ এছাড়া জার্মানির যৌথ সন্ত্রাসবাদ প্রতিরক্ষা কেন্দ্রের (সন্ত্রাসবাদ সম্পর্কে রাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ের গোয়েন্দাদের তথ্য সমন্বয়কারী সংস্থা) কাজ করার প্রক্রিয়ায় ত্রুটি পাওয়ার কথা জানিয়েছে৷
বার্লিনের সরকারি প্রচারমাধ্যম আরবিবি গোপন এই প্রতিবেদন প্রকাশ করেছে৷
জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ, এপি)