নাসিম শাহ: পাকিস্তান ক্রিকেটের নতুন ঝড়
মাত্র ১৬ বছর ২৭৯ দিন বয়সে টেস্ট ক্রিকেটে আবির্ভাব তার৷ অনেকেই ভাবছিলেন, এত কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলাতে পারবেন তো? বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করে সেই শঙ্কা দূরে ঠেলেছেন নাসিম শাহ৷
কম বয়সে টেস্ট ক্রিকেটে
গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে অভিষেকের সময় বয়স ছিল ১৬ বছর ২৭৯ দিন৷ এর আগে আরো কম বয়সে টেস্ট খেলেছেন শুধু হাসান রাজা, মুশতাক মোহাম্মদ (পাকিস্তান), মোহাম্মদ শরিফ (বাংলাদেশ), আকিব জাভেদ (পাকিস্তান), শচীন টেন্ডুলকার (ভারত), আফতাব বালুচ (পাকিস্তান), তালহা যুবায়ের (বাংলাদেশ) ও নাসিম-উল গনি (পাকিস্তান)৷ সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ডটি (১৪ বছর ২৭৭ দিন) এখনো হাসান রাজার দখলে৷
নো-বলের হতাশা
ব্রিসবেনে নাসিম শাহর বলে আউট হয়েছিলেন ডেভিড ওয়ার্নার৷ কিন্তু আম্পায়ার ওভারস্টেপিংয়ের কারণে নো-বল দেয়ায় টেস্ট ক্রিকেটে প্রথম উইকেটটা তখন পেয়েও পাওয়া হয়নি৷পরে অবশ্য ওয়ার্নারকে ফিরতে হয়ে তার বলেই, তবে ততক্ষণে ১৫৪ রান করে ফেলেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার৷
মায়ের মৃত্যু
গত ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে করাচি টেস্টে প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট পান নাসিম শাহ৷ ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এ বিয়ষে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ডান-হাতি ফাস্ট বোলার৷ তার কয়েক দিন আগেই মা-কে হারিয়েছেন, পাকিস্তানের জয়ে তার স্মরণীয় ভূমিকা সেদিন মা-কে উৎসর্গ করেছিলেন, কিন্তু কান্নার দমকে কথাটা মুখে বলতে পারেননি নাসিম শাহ৷
তাকে নিয়ে টানাটানি
সদ্য শেষ হওয়া অনূর্ধ-১৯ বিশ্বকাপে খেলার কথা ছিল৷কিন্তু পাকিস্তান জাতীয় দলের কোচ মিসবাউল হক বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে চাইছিলেন নাসিম শাহকে৷ কিন্তু অনূর্ধ-১৯ দলের কোচ ইজাজ আহমেদ বেঁকে বসেন৷ নাসিমকে তার চাই-ই চাই৷ শেষ পর্যন্ত ঠিক হয় নাসিম শাহ বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচেই খেলবেন৷
সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক
এতদিন টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের রেকর্ডটা ছিল বাংলাদেশের অলক কাপালির৷ ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে পেশোয়ারে ১৯ বছর বয়সে হ্যাটট্রিক করেছিলেন তিনি৷ বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে সেই রেকর্ড ভেঙে দেন নাসিম৷ নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম আর মাহমুদুল্লাহকে পরপর তিন বলে আউট করার দিনে তার বয়স ছিল ১৬ বছর ৩৫৯ দিন৷