নারীদের বিশ্বকাপ ২০২৩ : বিশৃঙ্খলা থেকে বিজয়ী স্পেন
নারীদের বিশ্বকাপ ২০২৩ : বিশৃঙ্খলা থেকে বিজয়ী স্পেন
প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন
রোববার অস্ট্রেলিয়ার সিডনিতে নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নিয়েছে স্পেন৷ ম্যাচটি ইংল্যান্ড জিতলে সেটাও তাদের প্রথমবার বিশ্বকাপ জেতা হতো৷
ইতিহাস গড়া গোল
২৯ মিনিটে ফাইনালের একমাত্র গোলটি করেন অধিনায়ক ওলগা কারমোনা৷ এটিই যে স্পেনকে প্রথমবার বিশ্বকাপ জিতিয়ে ইতিহাস গড়া গোল হতে যাচ্ছে তখন কি তিনি তা জানতেন! যেমনটা তিনি জানতেন না, তার বাবা দুদিন আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন৷ খেলার পর তাকে এই সংবাদটি দেয়া হয়েছিল৷
কয়েকজন তারকা ফুটবলাররা ছিলেন না
১১ মাস আগে কোচ খর্খে ভিল্ডার (ছবি) বিরুদ্ধে অভিযোগসহ আরও কয়েকটি অভিযোগ তুলে স্পেন দলে আর খেলবেন না বলে জানিয়েছিলে ১৫ জন খেলোয়াড়৷ এর মধ্যে কয়েকজন তারকা ফুটবলারও ছিলেন৷ শেষ পর্যন্ত মাত্র তিনজন দলে ফিরেছিলেন৷ ফলে কয়েকজন তারকা ফুটবলার ছাড়াই বিশ্বকাপে গিয়েছিল স্পেন৷ প্রথম পর্বে জাপানের কাছে ৪-০ গোলে হেরে গিয়েছিল তারা৷ সেই হার থেকে পাওয়া শিক্ষা পরের ম্যাচগুলোতে কাজে লাগানোর কথা জানিয়েছেন কোচ ভিল্ডা৷
পেনাল্টি থেকে গোল পায়নি স্পেন
দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়েছিল স্পেন৷ কিন্তু জেনিফার এরমোসোর নেয়া শটটি খুব সহজেই ধরে ফেলেন ইংলিশ গোলরক্ষক ম্যারি অ্যার্পস৷
ফাইনালে টানা দুই হার
ইংল্যান্ডের ডাচ কোচ সারিনা ভিগমানের এটি টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল ছিল৷ চারবছর আগে নিজ দেশের কোচ হয়ে ফাইনালে উঠেছিলেন তিনি৷ সেবারও যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিল তার দল৷ এবার তার দলের চেয়ে স্পেন ভালো খেলেছে বলে স্বীকার করেছেন ভিগমান৷
পরিসংখ্যান
ম্যাচের পরিসংখ্যানও বলছে, ভিগমানের কথা ঠিক৷ অর্থাৎ ইংল্যান্ডের চেয়ে স্পেন ভালো খেলেছে৷ গোল বরাবর ইংল্যান্ডের সাতটি শটের বিপরীতে স্পেনের শট ছিল ১৪টি৷ বলের দখল, পাস পূর্ণ করা, কর্নার পাওয়া- এইসব পরিসংখ্যানেও ইংল্যান্ডের চেয়ে এগিয়ে ছিল স্পেন৷