1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাগরিকত্ব সংশোধনী নিয়ে সহিংসতা পশ্চিমবঙ্গেও

১৪ ডিসেম্বর ২০১৯

আসামের পর ভারতে সদ্য পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গেও৷ রাজ্যের বিভিন্ন জায়গায় ভাংচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে৷

https://p.dw.com/p/3UotL
ছবি: AFP

এবার নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সহিংসতা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে৷ প্রতিবাদকারীরা কমপক্ষে ২০ টি বাস পুড়িয়েছেন৷ আগুন জ্বালিয়ে দিয়েছেন দুইটি রেল স্টেশনে৷ সেই সঙ্গে তারা টায়ার জ্বালিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷

দক্ষিণ পূর্বঞ্চলীয় রেলের জনসংযোগ কর্মকর্তা সঞ্জয় ঘোষ আরেক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অর্ধডজন রেল স্টেশনে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে৷ দূরপাল্লার অনেক ট্রেন চলাচল তাই বন্ধ করে দেয়া হয়েছে৷

শনিবারের এই সহিংসতায় মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো৷ আনন্দবাজার পত্রিকা তাদের প্রতিবেদনে লিখেছে, লালগোলা ও কৃষ্ণপুর স্টেশনে একাধিক ট্রেনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়৷  

অন্যদিকে আসামের গৌহাটিতে সহিংসতায় বৃহস্পতিবার দুইজনের মৃত্য হয়েছে বলে জানিয়েছে এএফপি৷ পুলিশের গুলিতে সেখানে আরো ২৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন৷

এদিকে ভারতের রাজধানী নতুন দিল্লিতে শনিবার সন্ধ্যায় কয়েক হাজার মানুষ প্রতিবাদ মিছিল করেছেন৷ আইনটি বাতিলের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি দাবি জানান তারা৷

নতুন আইন পাসের পর গোটা ভারতে অস্থিরতা শুরু হলেও সহিংসতা বেশি হচ্ছে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেই৷ সেখানে নিজেদের নাগরিকরা যাতে ভ্রমণ না করে তার জন্য শনিবার সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য৷ এর আগে রোববার গোহাটিতে একটি সম্মেলনে যোগ দেয়ার পূর্বনির্ধারিত সফর বাতিল করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে৷

এফএস/জেডএ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান