নাঈমের বিশ্বরেকর্ড, ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
২৩ নভেম্বর ২০১৮শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের মাঝপথে বল হাতে পান নাঈম হাসান৷ তারপর ইতিহাস৷ তার বলের ঘূর্ণিতে কাহিল হয়ে যায় ক্যারিবিয়ান ব্যাটিং৷ তৃতীয় ওভারেই রোস্টন চেইসকে ফিরিয়ে স্বাদ পান প্রথম টেস্ট উইেকেটের৷ নিজের করা পরের ওভারেই নেন সুনীল আমব্রিসের উইকেট৷ পরে এক ওভারেই ফেরান দেবেন্দ্র বিশু ও কেমার রোচকে৷ জোমেল ওয়ারিক্যানকে বোল্ড করার সঙ্গে সঙ্গে হয়ে যায় রেকর্ড৷ ৬১ রান দিয়ে ৫ উইকেট নেন নাঈম৷ ভেঙে দেন ২০১১ সালে গড়া অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের রেকর্ড৷ কামিন্স ২০১১ সালের নভেম্বর মাসে জোহেন্সবার্গ টেস্টে নিজের অভিষেকে ৬ উইকেট নিয়েছিলেন৷ তখন তার বয়স ছিল ১৮ বছর ১৯৩ দিন৷ ১৭ বছর ৩৫৫ দিনে অভিষিক্ত নাঈম ভেঙ্গে দিলেন সেই রেকর্ড৷
অভিষেক ছাড়া সবচেয়ে কম বয়সি হিসেবে ১৮ বছরের নীচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে আরো দু'জনের৷ ১৯৫৮ সালে ১৬ বছর ৩০৩ দিনে পাকিস্তানের নাসিম উল গনি পেয়েছিলেন পাঁচ উইকেট৷ ১৭ বছর ২৫৭ দিনে পাঁচ উইকেট নিয়ে দুইয়ে আছেন আরেক পাকিস্তানি মোহাম্মদ আমির৷ ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই পাঁচ উইকেট নিয়েছিলেন আমির৷
বাংলাদেশের হয়ে ১৮ বছর ৩২ দিনে পাঁচ উইকেট নিয়েছিলেন এনামুল হক জুনিয়র৷ নাঈম ভেঙে দিলেন সেই রেকর্ডও৷
সব মিলিয়ে অভিষেকে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের অষ্টম বোলার নাঈম৷ আট জনের ৫ জনই অফ স্পিনার!
এদিকে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ১৩৩ রানের লিড পেয়েছে বাংলাদেশ৷ দ্বিতীয় ইনিংসে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল৷ এর আগে প্রথম ইনিংসে ২৪৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ৷ প্রথম ইনিংসে ৩২৪ রান তুলেছিল বাংলাদেশ৷ দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা৷
এপিবি/এসিবি (ক্রিক ইনফো, ডেইলি স্টার)