1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিনাইজেরিয়া

নাইজেরিয়ার রেলস্টেশনে ৩২ জন অপহরণ

৯ জানুয়ারি ২০২৩

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় এডো রাজ্যের এক রেলস্টেশনে শনিবার বিকালে হামলা চালিয়ে ৩২ জনকে অপহরণ করা হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে৷ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি৷

https://p.dw.com/p/4LtgX
ফাইল ফটো
ফাইল ফটোছবি: Getty Images/AFP/P. Utomi Ekpei

কয়েক ব্যক্তি একে-৪৭ রাইফেল নিয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের উপর হামলা চালান৷ সেই সময় এলোপাথাড়ি গুলি করা হলে কয়েকজন আহত হন৷

এডো রাজ্যের তথ্যমন্ত্রী ক্রিস ওসা নেহিখারে ৩২ জনকে অপহরণের কথা জানিয়েছেন৷ ইতিমধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলেও জানান তিনি৷

নাইজেরিয়ায় রেলস্টেশনে প্রায় হামলা হয়ে থাকে৷ গতবছর মার্চে রাজধানী আবুজার কাছে এক স্টেশনে বোকো হারামের হামলায় আটজন প্রাণ হারান৷ এছাড়া কয়েকজনকে অপহরণও করা হয়েছিল৷ ঐ ঘটনার পর আট মাসের বেশি সময় ধরে রেল চলাচলে বিঘ্ন ঘটেছিল৷

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে কয়েকটি ডাকাত গোষ্ঠী, উত্তর-পূর্বে ইসলামি জঙ্গি গোষ্ঠী ও দক্ষিণ-পূর্বে বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয়৷ আর মধ্যাঞ্চলে মাঝেমধ্যে বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়ে থাকে৷

জেডএইচ/কেএম (ডিপিএ, রয়টার্স)