নর্থরাইন ওয়েস্টফ্যালিয়ায় স্কুলে ইসলাম ধর্মশিক্ষা22.07.2009২২ জুলাই ২০০৯জার্মানির নর্থরাইন ওয়েস্টফ্যালিয়া রাজ্য জুড়ে স্কুলে ইসলাম ধর্মশিক্ষা চালু হতে যাচ্ছে৷ জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশিক্ষণ পাওয়া শিক্ষকদের নিয়োগ করে মুসলমান স্কুল ছাত্রদের জার্মান স্কুলগুলোতে শিক্ষা দেয়া হবে৷https://p.dw.com/p/IvPeবিজ্ঞাপন