নভেম্বর থেকে পোশাক শ্রমিকদের নতুন মজুরি
৩০ জুলাই ২০১০মজুরিকাঠামোর মধ্যে পৃথকভাবে পোশাক কারখানার কর্মচারীদের জন্যে চার ধাপের মজুরিকাঠামোও রয়েছে৷ আগামী নভেম্বর থেকেই নতুন এই কাঠামো অনুযায়ীই শ্রমিকদের মজুরি দেয়া হবে৷ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মজুরিকাঠামো ঘোষণা করেন৷
বিএনপি ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের বিরোধিতা করবে
দেখা যাচ্ছে, পঞ্চম সংশোধনী বাতিলে সুপ্রিম কোর্টের দেয়া রায়কে অস্পষ্ট ও পরস্পর বিরোধী বলে মনে করছে বিএনপি৷ দলটির মতে, এই রায় বাস্তবায়িত হলে দেশে নতুন করে সংকট তৈরি হতে পারে৷ তবে দলটি সরাসরি রায়ের বিরুদ্ধে অবস্থান নেবে না জানিয়েছে৷ এই বিষয়ে সরকারের অবস্থান পর্যবেক্ষণ করে করণীয় ঠিক করবে বলে জানিয়েছে তারা৷ তবে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের বিরোধিতা করবে বলে জানিয়েছে বিএনপি৷
বুড়িগঙ্গায় নির্মাণাধীন বিনোদনকেন্দ্র অপসারণের নির্দেশ
বুড়িগঙ্গায় নির্মাণাধীন বিনোদনকেন্দ্র অপসারণে হাইকোর্টের নির্দেশ সম্পর্কিত একটি খবর রয়েছে আজকের পত্রিকায়৷ নদীর অভ্যন্তরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-র নির্মাণাধীন বিনোদন কেন্দ্রটি আগামী ৩০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস আ্যন্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা একটি জনস্বার্থ রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়৷
২ আগস্ট জামায়াত নেতাদের ট্রাইবুনালে হাজির হওয়ার নির্দেশ
একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় জামায়াতে ইসলামী নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে আগামী ২ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল৷ পুলিশের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মো. নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুনাল এই আদেশ দেয়৷ একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় চার শীর্ষ নেতার বিরুদ্ধে গত সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই